ভর্তি তথ্য

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যা

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যা৷ ২০১৯-২০ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান অনার্স ভর্তির নূন্যতম যোগ্যতা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা।

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যা

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ইতোমধ্যে প্রকাশ হয়েছে। শিক্ষার্থীদের সামনে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। এই বিশাল যুদ্ধে জিততে হলে শিক্ষার্থীদের নতুন রণকৌশল সাজাতে হবে। স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এখন থেকে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই নিয়ে আসতে পারে কাঙ্ক্ষিত সাফল্য।

এডুকেশন্স ইন বিডির পাঠকদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের নানা দিক নিয়ে আলোচনা করা হবে৷ তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে তুলে ধরব সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় আবেদন করতে কত পয়েন্ট লাগে এটা জানা জরুরি বিষয়। কারণ যারা সামনে ভর্তি পরীক্ষার জন্য অনেকেই নানা রকম প্রস্তুতি নিয়েছে। শেষমেশ যদি সপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তির নূন্যতম যোগ্যতা না থাকে তাহলে মনোবল ভেঙে যাবে৷ তাই নূন্যতম যোগ্যতা অনুযায়ী সকলকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে৷ তাই এক নজরে দেখে নাও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের নূন্যতম যোগ্যতা:

বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা জানার আগে আসুন জেনে নিই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামগুলো।

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়

(১) ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
(৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
(৫) খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
(৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(৭) কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।
(৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
(৯) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
(১০) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
(১১) বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।
(১২) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা।
(১৩) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
(১৪) শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(১৫) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
(১৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজিপুর।
(১৭) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
(১৮) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
(১৯) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
(২০) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
দিনাজপুর।
(২১) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।
(২২) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
(২৩) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
(২৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জ।
(২৫) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি।
(২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(২৭) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(২৮) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
(২৯) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা।
(৩০) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
(৩১) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজিপুর।
(৩২) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম।
(৩৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়,
(৩৪) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজিপুর।
(৩৫) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজিপুর।
(৩৬) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় আবেদন করতে কত পয়েন্ট লাগে এ বিষয়ে এখন আলোচনা করা হবে আসুন জেনে নিই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা।

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির নূন্যতম যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়: SSC HSC total GPA(৪র্থ বিষয় সহ)

Unit:
A – 3.50 3.50 8.00
B – 3.50 3.50 7.00
C – 3.50 3.50 7.50
D – 3.00 3.00 (স্ব স্ব বিভাগের জিপিএ)
E – 3.00 3.00 6.50

জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
SSC – HSC total GPA with 4th sub:
A – 3.50 3.50 8.00
B – 3.50 3.50 7.50
C – 3.50 3.5 8.00
D—Science: 3.00 3.00 7.50
Others: 3.00 3.00 7.00
E – 3.50 3.50 6.50

সরকারী মেডিকেল কলেজ:
SSC HSC total GPA with 4th sub: 9:00

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়: SSC – HSC total GPA with 4th sub:

A (গাণিতিক ও পদার্থবিষয়ক)– 3.50 3.50
8.00(CSE=9.00)
B (সমাজ বিজ্ঞান অনুষদ)– 3.50 3.50
7.00 (science=8.00)
C (কলা ও মানবিক)– 3.00 3.00
7.00 (science=7.50)
D (জীববিজ্ঞান)– 3.50 3.50 8.00
E (বিজনেস স্টাডিজ)– 3.50 3.50 7.50
(science=8.50)
F (আইন)– 3.50 3.50 7.50(science=8.00)
G (IBA)– 4.00 4.00 8.00(science=8.50)
H (IT)– 3.5 3.50 (only science=8.00)

রাজশাহী বিশ্ববিদ্যালয়:
বিজ্ঞান- ৮.৫০
বানিজ্য- ৮.০০
মানবিক- ৭.৫

খুলনা বিশ্ববিদ্যালয়:
SSC HSC উভয়
A – 3.00 3.00 7.00
B – 3.50 3.50 7.00
B – 3.50 3.50 7.00
E – 4.00 4.00 7.00
F – 3.00 3.00 7.00
L – 3.00 3.00 7.00
S – 3.00 3.00 7.00

চট্রগ্রাম বিশ্ববিদ্যালঃ
*বিজ্ঞান বিভাগের জন্য SSC&HSC তে সর্বনিম্ন ৩ পয়েন্ট থাকতে হবে এবং মোট GPA ৬.৫০
*মানবিক বিভাগের জন্য SSC& HSC তে সর্বনিম্ন ২.২৫ পয়েন্ট থাকতে হবে এবং মোট GPA ৫.৫
*ব্যবসায় বিভাগের জন্য – SSC& HSC টে সর্বনিম্ন ৩ পয়েন্ট থাকতে হবে এবং মোট GPA ৬.৫

বরিশাল বিশ্ববিদ্যালয়: with 4th sub: SSC – ও HSC উভয়। মোট GPA
A – 3.00 7.00
B – 3.00 6.00
C – 3.00 6.50
D – 3.00 স্ব স্ব বভিাগের জিপিএ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়:
SSC – HSC total GPA with 4th sub:
A মানবকি – 3.00 3.00 6.50
A বিজ্ঞান – 3.00 3.00 6.50
A ব্যবসায় – 3.00 3.00 6.50
B মানবকি – 3.25 3.25 7.00
B বিজ্ঞান – 3.50 3.50 7.50
B ব্যবসায় – 3.50 3.50 7.50
C মানবিক – 3.00 3.00 6.50
C বিজ্ঞান – 3.50 3.00 7.00
C ব্যবসায় – 3.00 3.00 6.50
D বিজ্ঞান – 3.50 3.50 7.50
E বিজ্ঞান– 3.50 3.50 7.50
F মানবিক – 3.00 3.00 6.50
F বিজ্ঞান – 3.50 3.50 7.50
F ব্যবসায় – 3.50 3.50 7.50

ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ
SSC – ও HSC total GPA with 4th sub:
A – মানবিক 3. 00 3.00 6.50
বিজ্ঞান – 3.25 3.25 7.00
ব্যবসায় – 3.25 3.25 6.75
B মানবিক – 3.00 3.00 6.50
ব্যবসায় – 3.25 3.25 6.75
C বিজ্ঞান – 3.25 3.25 7.50
D+ E+ F বিজ্ঞান শাখা 3.50 3.50 7.50
G – মানবিক ও ব্যবসায় 3.25 3.25 6.75
বিজ্ঞান শাখা 3.50 3.50 7.25
H মানবিক – 3.00 3.00 6.50
ব্যবসায়- 3.25 3.25 6.75
বিজ্ঞান- 3.25 3.25 7.00

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
SSC – ও HSC উভয়টিতে
A – 3.00 মানবিক – 6.00
B – 2.50 ব্যবসায় – 6.50
C – 3.00 বিজ্ঞান – 7.00
D – 3.00 অন্যান্য – 7.50

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ
SSC ও HSC total with 4th sub:
Aবিজ্ঞান – 3.00 -7.00
B মানবিক– 3.00 -6.50
C ব্যবসায়– 3.50 -7.00

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
(মানবিক: ৪র্থ সহ-৬.৫০),
(ব্যবসায়ে: ৪র্থ সহ-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ সহ ৬.৫০)

হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরঃ
(মানবিক: ৪র্থ সহ-৬.৫০),
(ব্যবসায়ে: ৪র্থ সহ-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ সহ-৬.৫০)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
(মানবিক: ৪র্থ বাদে-৬.০০),
(ব্যবসায়ে: ৪র্থ বাদে-৬.০০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৬.০০)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
(বিজ্ঞান: ৪র্থ বিষয় সহ-৭.০০)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
(মানবিক: ৪র্থবাদে-৬.০০),
(ব্যবসায়ে:৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৬.৫০)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
(মানবিক: ৪র্থবাদে-৬.৫0),
(ব্যবসায়ে:৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থবাদে-৬.৫০)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়:
(মানবিক: ৪র্থবাদে-৬.৫০),
(ব্যবসায়ে:৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থবাদে-৭.০০)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
এস.এস.সি ও এইচ. এস. সি পরীক্ষায় ৪র্থ বিষয় সহ নূন্যতম ৪.০০ সহ মোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

বুয়েট :
(নুন্যতম জিপিএ: ইংরেজি, বাংলাসহ ২৪)

খুলনা KUET:
(নুন্যতম জিপিএ: ইংরেজিসহ ১৮)

রাজশাহী RUET :
(নুন্যতম জিপিএ:ইংরেজিসহ ১৮.৫০)

চট্টগ্রামCUET :
(নুন্যতম জিপিএ:ইংরেজিসহ ১৭)

BUTex:
HSC পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে 4.00 এর অধিক থাকতে হবে।

পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় SSC ও HSC এর জিপিএ থেকে কোন ভার্সিটিতে কত মার্কস যোগ হয়ঃ

১) ঢাকা বিশ্ববিদ্যালয় = মোট ৮০ নম্বর
SSC point × 6 = 30
HSC point × 10 = 50
[ with 4th subject ]

২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 1.5 = 7.5
HSC point × 2.5 = 12.5
[ with 4th subject ]

৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 1.5 = 7.5
HSC point × 2.5 = 12.5

৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয় = মোট ২৮ নম্বর
SSC point × 2.4 = 12
HSC point × 3.2 = 16

৫) Bangladesh University of Professionals = 40%

৬) বরিশাল বিশ্ববিদ্যালয় = মোট ৮০ নম্বর
SSC point × 6 = 30
HSC point × 10 = 50

৭) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 1.5 = 7.5
HSC point × 2.5 = 12.5

৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় = মোট ৩০ নম্বর
SSC point × 2.4 = 12
HSC point × 3.6= 18

৯) ইসলামী বিশ্ববিদ্যালয় = মোট ৪০ নম্বর
SSC point × 4 = 20
HSC point × 4 = 20

১০) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60
[ without 4th subject ]

১১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
SSC point × 2 = 10
HSC point × 2 = 10

১২) কুমিল্লা বিশ্ববিদ্যালয় = মোট ৫০ নম্বর
SSC point × 4 = 20
HSC point × 6 = 30

১৩) পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60

১৪) নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60
[ with 4th subject ]

১৫) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০ নম্বর
SSC point × 0.8 = 4
HSC point × 1.2 = 6

১৭) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ৩০ নম্বর

[ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ-কে ৩ দ্বারা গুণ করা হবে। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ২.৭ দ্বারা গুণ করা হবে। ]

১৮) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60

১৯) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ৫০ নম্বর
SSC point × 4 = 20
HSC point × 5 = 30

২০) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ২০ নম্বর
[ ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে SSC ও HSC জিপিএ’র মোট যোগফলকে ২ দ্বারা গুণ করা হবে। সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে SSC ও HSC জিপিএ’র মোট
যোগফলকে ১.৯০ দ্বারা গুণ করা হবে। ]

২১) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60

২২) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60
[ without 4th subject ]

২৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60

২৪) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60

২৫) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60

২৫) চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় = মোট ১০০ নম্বর
SSC point × 8 =40
HSC point × 12 =60

মেডিকেল = মোট ২০০ নম্বর
SSC point × 15 = 75
HSC point × 25 = 125

জিপিএ থেকে কোনো মার্কস যোগ হয় না যে সকল বিশ্ববিদ্যালয়ে :

১) Bangladesh University of Engineering & Technology (BUET)
= No marks on GPA
২) Khulna University of Engineering and Technology (KUET) =
No marks on GPA
৩) Rajshahi University of Engineering & Technology (RUET) =
No marks on GPA
৩) Chittagong University of Engineering & Technology (CUET) =
No marks on GPA
৪) Rajshahi University = No marks on GPA
৫) Khulna University = No marks on GPA

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যাঃ

১) ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৬৮৮
২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৭০৮
৩) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২২৫২
৪) রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪৭২২
৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২৮৫০
৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(B
UET) ১০৩০
৭) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(SUST) ১৬৫৫
৮) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১২০০
৯) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৭০
১০) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৭০
১১) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭০০
১২) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৪৭০
১৩) খুলনা বিশ্ববিদ্যালয় ১১০২
১৪) ইসলামী বিশ্ববিদ্যালয় ১৬৯৫
১৫) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯৫০
১৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩০০০+
১৭) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১২৩০
১৮) বরিশাল বিশ্ববিদ্যালয় ১৩৪০
১৯) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১১৩৫
২০) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৮২৫
২১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৪০
২২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৯০
২৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৩১০
২৪) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৫০০
২৫) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪২০
২৬) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(BUP) ৯২৭
২৭) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ২৩০
২৮) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১১৯৬
২৯) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬২২
৩০) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৫০
৩১) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০
৩২) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৮৫
৩৩) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৬৭
৩৪) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৪০
৩৫) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৭৯
৩৬) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৭৭৭

সরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন (জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া) ৪৮,৩৪৩

এছাড়াও মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন আছে ৪,৩৪৪ টি

যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যাবে :

০. রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)
১. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)
২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।(SUST)
৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (CoU)
৪. খুলনা বিশ্ববিদ্যালয় (KU)
৫. বরিশাল বিশ্ববিদ্যালয় (BU
৬. ইসলামি বিশ্ববিদ্যায় (IU)
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (BRUR)
৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(JKKNIU)
৯. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (BUP)
১০. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)
১১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)
১৩. ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি (IUT)
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
(BSMRSTU)
১৫. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)
১৬. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU)
১৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮. হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(HSTU)
১৯. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST)
২০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
২১. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
২২. সরকারি মেডিকেল কলেজ সমূহ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group