চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তি বিজ্ঞপ্তি৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১। Chittagong University admission notice 2020-2021
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির আবেদন আগামী ৩০ মার্চ ২০২৩ সকাল ১১ টা থেকে শুরু হয়ে ১২ এপ্রিল ২০২৩ রাত ১১ টা ৫৯ পর্যন্ত চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আরো পড়ুন – সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মধ্যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে সে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।
ভর্তি প্রার্থীদের ইন্টারনেটের সুবিধা সম্বলিত কম্পিউটার থেকে Chittagong University Admission Website: (http://admission.cu.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট/উপ-ইউনিট প্রতি আবেদন ফি ৪৭৫/- (চারশত পঁচাত্তর) টাকা এবং আবেদন প্রসেসিং ফি [অনলাইন, Payment ও SMS Gateway, Teletalk API ব্যবহার ইত্যাদি বাবদ সার্ভিস চার্জ ৭৫/- (পঁচাত্তর) টাকা] প্রযােজ্য হবে। নির্ধারিত আবেদন ফি ‘রকেট’/শিওর ক্যাশ’/’বিকাশ’ Mobile Financial Service Operater এর মাধ্যমে জমা দেয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ ও আবেদন ফি জমার তারিখঃ
• ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ০৫ এপ্রিল ২০২১ তারিখ (সোমবার) সকাল ১১:০০ টা থেকে ৩০ এপ্রিল ২০২১ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে করা যাবে।
• ০২ মে ২০২১ তারিখ (রবিবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত ‘রকেট’/’শিওর ক্যাশ/বিকাশ’ Mobile Financial Service Operater এর মাধ্যমে ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যােগ্যতা
• এ ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়
চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০। প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ৩.৫ হতে হবে।
• বি ইউনিট: এইচএসসি এবং এসএসসি উভয়তে
২.৭৫ এবং মোট কমপক্ষে ৬.৫ জিপিএ থাকতে হবে।
• বি 1 সাব ইউনিট: এইচএসসি এবং এসএসসি
উভয়টিতে ৩.২৫ এবং মোট কমপক্ষে ৭.০০ জিপিএ থাকতে হবে।
• সি ইউনিট – এইচএসসি এবং এসএসসি উভয়ে
৩.৫ এবং মোট কমপক্ষে ৭.৫০ জিপিএ থাকতে হবে।
• ডি ইউনিট- এইচএসসি এবং এসএসসি উভয়ে
৩.২৫ এবং মোট কমপক্ষে ৭.০০ জিপিএ থাকতে হবে।
• ডি 1 সাব ইউনিট: এইচএসসি এবং এসএসসি
উভয় 2.5 এবং মোট কমপক্ষে 6.00 জিপিএ থাকতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচিঃ ২২ জুন থেকে ৮ জুলাই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক ভর্তির তারিখ পরে জানানো হবে।
• B ইউনিট-
• D ইউনিট-
• A ইউনিট-
• C ইউনিট-
• B1 উপ-ইউনিট-
• D1 উপ-ইউনিট-
B1 ও D1 উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার সময়সূচীঃ
• চারুকলা ইনস্টিটিউট-
• নাট্যকলা বিভাগ-
• সংগীত বিভাগ-
• ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পাের্টস সায়েন্স বিভাগ-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাস্কোর ও মেধাক্রম নির্ধারণ
• এক ঘন্টা ব্যাপী একশত নম্বরের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে নেয়া হবে। তবে নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট, সংগীত এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পাের্টস সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা MCQ এবং ব্যবহারিক উভয় পদ্ধতির সমন্বয়ে নেয়া হবে।
• ভর্তি পরীক্ষায় মােট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। ১০০ (একশত) নম্বরের ভর্তি পরীক্ষায় সাধারণ আসনে ৪০ ও তদুর্ধ নম্বর প্রাপ্তদের এবং কোটার আসনে ৩৫ ও তদুর্ধ নম্বর প্রাপ্তদের তালিকা তৈরী করে প্রাপ্ত নম্বরের সাথে মাধ্যমিকের (৪র্থ বিষয়সহ) মােট জিপিএ’র ৪০% ও উচ্চ মাধ্যমিকের (৪র্থ বিষয়সহ) মােট জিপিএ’র ৬০% যােগ করে সর্বমােট ১২০ (একশত বিশ) নম্বরে ফলাফল চূড়ান্ত করে উত্তীর্ণ তালিকা মেধাক্রমানুসারে প্রস্তুত করে ফলাফল প্রকাশ করা হবে। তবে B1 উপ-ইউনিটের ক্ষেত্রে উপরােক্ত একই নিয়মে ১২০ (একশত বিশ) নম্বরের সাথে ব্যবহারিক পরীক্ষার ২০ নম্বরসহ সর্বমােট ১৪০ (একশত চল্লিশ) নম্বরে ফলাফল চূড়ান্ত করে উত্তীর্ণ তালিকা মেধাক্রমানুসারে প্রস্তুত করা হবে।
• D1 উপ-ইউনিটের ক্ষেত্রে ১০০ (একশত) নম্বরের ভর্তি পরীক্ষায় সাধারণ এবং কোটার আসনে ৩৫ (তবে শুধুমাত্র বিকেএসপি ও পেশাদার খেলােয়াড় কোটায় পাশ নম্বর ৩০) ও তদুর্ধ নম্বর প্রাপ্তদের তালিকা তৈরী করে প্রাপ্ত নম্বরের সাথে মাধ্যমিকের (৪র্থ বিষয়সহ) মােট জিপিএ’র ৪০% ও উচ্চ মাধ্যমিকের (৪র্থ বিষয়সহ) মােট জিপিএ’র ৬০% যােগ করে মােট ১২০ (একশত বিশ) নম্বরের সাথে
ব্যবহারিক পরীক্ষার ৩০ নম্বরসহ সর্বমােট ১৫০ (একশত পঞ্চাশ) নম্বরে ফলাফল চূড়ান্ত করে উত্তীর্ণ তালিকা মেধাক্রমানুসারে প্রস্তুত করা হবে।
• মেধাস্কোর সমান হলে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট ভিত্তিক নির্ধারিত নিয়মানুযায়ী মেধাক্রমঃ প্রস্তুত করা হবে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.cu.ac.bd এর মাধ্যমে করতে হবে। এ ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট/উপ-ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবেন। যে কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালাে করে পড়ে নিন। এছাড়াও অনলাইনে প্রতি পেইজের নির্দেশাবলি পড়ে নিন।
যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের http://admission.cu.ac.bd লিঙ্কে গিয়ে Apply Now” বাটনে ক্লিক করতে হবে।
Pingback: Chittagong University Admission Test Notice Result 2021-2022
Pingback: Chittagong University Admission Result 2021 Admit Card-Educations in Bd