ভর্তি তথ্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে ২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৯।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে স্নাতক কোর্সে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। “A’ লেভেল পাশ এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশকৃত প্রার্থী ব্যতীত অন্যান্যদের আবেদন অনলাইন-এর মাধ্যমে গ্রহণ করা হবে।

যে সকল ছাত্র-ছাত্রী শুধুমাত্র ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করেছে অথবা ২০১৮ সালের সেপ্টেম্বরের পরে “A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, ভর্তি নির্দেশিকার অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ

•Electrical and Electronic Engineering EEE |
• Mechanical Engineering
• Civil Engineering CE
• Computer Science and Engineering CSE
• Electronics and Telecommunication Engineering ETE
• Architecture ARCH
• Biomedical Engineering BME
• Materials Science and Engineering MSE
• Mechatronics and Industrial Engineering MIE
• Petroleum and Mining Engineering PME
• Urban and Regional Planning URP
•Water Resources Engineering WRE

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে সর্বমােট ৮৯০টি আসন রয়েছে। এ ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ০১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার নৃ-গােষ্টীর (উপজাতি) জন্য ১০টি সহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। ভর্তির জন্য অন্য কোন ধরনের আসন সংরক্ষিত নেই।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের ন্যূনতম যােগ্যতাঃ

• প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

• প্রার্থীকে ২০১৯ইং সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০১৮ইং সালের সেপ্টেম্বরের পরে “A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

• বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড / মাদ্রাসা শিক্ষা বাের্ড / কারিগরি শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৬ অথবা ২০১৭ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

• বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড / মাদ্রাসা শিক্ষা বাের্ড | কারিগরি শিক্ষা বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক / আলীম / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪,০০ ও ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেয়ে পাশ করতে হবে এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৭.৫০ পেতে হবে। ইংরেজী মাধ্যম / বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

• প্রার্থী GCE ‘O’ লেভেল এবং “A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।

আরো পড়ুন- সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ও ভর্তি বিজ্ঞপ্তি

অনলাইনে ভর্তির আবেদন সংক্রান্ত

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। কোন  ছাপানাে ফরম বিক্রয় করা হবে না।

সকল আবেদনকারীর মধ্য থেকে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত মােট গ্রেড পয়েন্টের ভিত্তিতে প্রথম ১০০০০ (দশ
হাজার) জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত ঘােষণা করা হবে। তবে, ১০০০০ তম স্থানে একাধিক প্রার্থী থাকলে ক্রমানুসারে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের HSC তে প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে ভর্তি পরীক্ষার জন্য যােগ্য প্রার্থী নির্বাচন করা হবে। সেক্ষেত্রে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে একই গ্রেড পয়েন্ট প্রাপ্ত ১০০০০ তম স্থানের সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে।

আবেদন ফি গ্রপ – KA (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এর জন্য ১,০০০/-(এক হাজার মাত্র) টাকা (সার্ভিস চার্জ |
সহ) এবং গ্র- KHA (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) এর জন্য ১,১০০/- (এক হাজার একশত
মাত্র) টাকা (সার্ভিস চার্জ সহ)।

দ্রষ্টব্যঃ অনলাইন পদ্ধতিতে আবেদনের সময় বিশেষ সর্তকতা অবলম্বন এবং নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য পরামর্শ দেয়া হল।

(I) নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যে কোন সময় অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে।
(II) একবার অনলাইন পদ্ধতিতে আবেদন করলে কোন ধরনের পরিবর্তন কিংবা তা প্রত্যাহার করা যাবে না এবং পরিবর্তন বা প্রত্যাহারের জন্য কোন টাকা ফেরৎ দেয়া হবে না।
(III) আবেদন ফি পরিশােধ সংক্রান্ত কোন সমস্যার সম্মুখীন হলে রকেট এর Call Center- ১৬২১৬ নম্বরে সার্বক্ষণিক যােগাযােগ করা যেতে পারে।
(IV) আবেদনে ব্যবহৃত রঙিন ছবি অবশ্যই ০৩ (তিন) মাসের বেশি পুরাতন হওয়া যাবে না।
(V) প্রবেশপত্র ছাড়া কাউকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
(VI) অনলাইনে আবেদন সংক্রান্ত যােগাযােগের জন্য মােবাইল নম্বর- 01759123148 এবং ভর্তি সংক্রান্ত সাধারণ যােগাযােগের জন্য মােবাইল নম্বর- 01759123103 এ সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা সময়ে যােগাযােগ করা যেতে পারে।

বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করা এবং GCE “O’/’A’ লেভেল পাশ করা ছাত্র-ছাত্রীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে না। তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://student.cuet.ac.bd/admission2019 অথবা http://www.cuet.ac.bd/admission থেকে আবেদন ফরম  ডাউনলােড করে নির্ধারিত ফি সভাপতি, ভর্তি কমিটি, সােনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রাম এর অনুকুলে ডিমান্ড ড্রাফট/পে-অর্ডার  আবেদনপত্রের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রার, চুয়েট, চট্টগ্রাম-৪৩৪৯ ঠিকানায় জমা দিবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

ভর্তি নির্দেশিকাঃ

সকল পরীক্ষার্থী চুয়েট ওয়েবসাইট http://student.cuet.ac.bd/admission2019 অথবা http://www.cuet.ac.bd/admission হতে ভর্তি নির্দেশিকা ২০১৯-২০ ডাউনলােড করে নিতে পারবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি/ভর্তি নির্দেশিকায় উল্লেখ নেই, ভর্তি সংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে উপরে উল্লিখিত মােবাইল নম্বরে যােগাযােগ করতে হবে। ভর্তি সংক্রান্ত নিয়ম-নীতির যে কোন ধারা ও উপ-ধারার পরিবর্তন, সংশােধন, সংযােজন ও পুনঃসংযােজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভর্তি সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচী:

•অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু: ২৫ আগস্ট, ২০১৯ খ্রি.

•অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ: ১৫ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. বিকাল ৪:৩০টা পর্যন্ত।

• “A’ লেভেল ও বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করার সময়: ২৫ আগস্ট, ২০১৯ খ্রি. হতে ১৫ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. প্রতি কার্যদিবসে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত

•ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য প্রার্থীদের রােলসহ নামের তালিকা প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি.

•ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১২ অক্টোবর ২০১৯ খ্রি. শনিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১:০০ ঘটিকা.মােট ৩ ঘন্টা এবং মুক্তহস্ত অংকন একই দিন বিকাল ২:৩০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা; মােট ২ ঘন্টা (শুধুমাত্র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে)

•মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ২৭ অক্টোবর, ২০১৯ খ্রি.

•ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড এবং ওয়েবসাইট
http://student.cuet.ac.bd/admission2019 অথবা http://www.cuet.ac.bd/admission মারফত জানানো হবে। এর জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি । চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি তথ্য ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group