ভর্তি তথ্যসকল ভর্তি খবর

বরিশাল বিশ্ববিদ্যালয় ববি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১। ববি এর ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) কোর্সের ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনার্স ভর্তি তথ্য ২০২১। বরিশাল বিশ্ববিদ্যালয় ববির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) কোর্সের ১ম বর্ষে ভর্তির জন্য যােগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আহ্বান করা যাচ্ছে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি

ববিতে ভর্তির সাধারণ যােগ্যতা:

যারা ২০১৬ সালে বা পরবর্তীতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ অথবা ২০১৯ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের নিম্নবর্ণিত যােগ্যতা রয়েছে ও যারা ভর্তি নির্দেশিকায় উল্লিখিত অন্যান্য শর্ত পূরণ করে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য বলে বিবেচিত হবে।

• ক ইউনিটঃ বিজ্ঞান বিভাগ হতে
এইচএসসি-৩.০০ এসএসসি-৩.০০ মোট-৭.০০
পয়েন্ট পেতে হবে(চতুর্থ বিষয় সহ)

• খ ইউনিটঃ মানবিক বিভাগ হতে
এইচএসসি-৩.০০ এসএসসি-৩.০০ মোট-৬.০০
পয়েন্ট পেতে হবে(চতুর্থ বিষয় সহ)

• গ ইউনিটঃ বানিজ্য বিভাগ হতে
এইচএসসি-৩.০০ এসএসসি-৩.০০ মোট-৬.৫০
পয়েন্ট পেতে হবে(চতুর্থ বিষয় সহ)

• ঘ ইউনিটঃ উপরোক্ত “ক” “খ” “গ” এই তিনটি
ইউনিটে পরীক্ষা দিয়ে ঘ ইউনিট ভুক্ত বিষয়
সমূহে ভর্তি হওয়া যাবে।

আবেদন গ্রহণের তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১৯ দুপুর ১২:০০ টা থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৯ রাত ১২:০০ টা পর্যন্ত। তবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্যাংকে টাকা  জমা দেয়া যাবে।

আবেদন ফি: নিজস্ব ইউনিটের জন্য সকল সার্ভিস চার্জসহ ৬০০/-(ছয়শত) টাকা; নিজস্ব ইউনিটসহ অন্য ইউনিটের (ইউনিট পরিবর্তন/শাখা পরিবর্তন) জন্য সকল সার্ভিস চার্জসহ ১,১০০/-(এক হাজার একশত) টাকা

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

বরিশাল বিশ্ববিদ্যালয় ববি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয় ববি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

খ – ১৮/১০/২০১৯ শুক্রবার – ১০:০০-১১:০০ টা।
গ – ১৮/১০/২০১৯ শুক্রবার –  ৩:০০-৪:০০ টা।
ক -১৯/১০/২০১৯ শনিবার – ১১:০০-১২:৩০ টা

ভর্তি পরীক্ষার স্থান, সময় ও আসন বিন্যাস (Seat Plan) যথাসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.bu.ac.bd )-এ Login করে অথবা প্রবেশপত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী SMS এর মাধ্যমে জানা যাবে।

অনলাইনে ভর্তির জন্য আবেদন করার যাবতীয় নির্দেশনা ও ভর্তি সংক্রান্ত নিয়মকানুনের নির্দেশিকা (প্রসপেক্টাস) http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd এবং www.bu.ac.bd ওয়েবসাইটসমূহে পাওয়া যাবে। অনলাইনে ভর্তির জন্য আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট নিয়মাবলী উপরােক্ত যে কোন ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ববির ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০। বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) কোর্সের ১ম বর্ষে ভর্তি তথ্য।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group