ভর্তি তথ্যসকল ভর্তি খবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) ও বিবিএ প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি তথ্য ২০২১-২০২২। Pabna University of Science and Technology Pabiprabi Admission Notification 2021-2022. Pabna University of Science and Technology 2021-2022 1st year undergraduate (engineering), undergraduate (honors) and BBA program admission notification. Pabna University of Science and Technology Pabiprabi Admission Information 2021-2022.

জানা গেছে, ২০২১–২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার ভর্তি চলবে আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত।এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ দেওয়া আছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে পাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশ করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রােগ্রাম এবং ০৫(পাঁচ) বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি,ফার্ম, (প্রফেশনাল) কোর্সে মােট ২১(একুশ)টি বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে (অনলাইনে) আবেদন আহবান করা যাচ্ছে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ

•২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার পদ্ধতি হবে MCQ ও লিখিত।
•শুধুমাত্র স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ নম্বরের ড্রইং পরীক্ষা দিতে হবে।

পাবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যােগ্যতা:

• শুধুমাত্র ২০১৭ ও ২০১৮ সালের এসএসসিসমমান এবং ২০১৮ ও ২০১৯ সালের এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। তবে পরের বছর অর্থাৎ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র ২০১৮ সালের এসএসসি ও ২০২২ সালের এইচএসসি পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম জিপিএ

•ইউনিট A: আবেদনের ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ও বিষয়ভিত্তিক ন্যূনতম জিপি এসএসসি ও এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫, এইচএসসিতে কমপক্ষে ৩,৫, এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫, গণিত/জীববিজ্ঞান ৩.৫, ইংরেজিতে ৩.০

•ইউনিট B: মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাঃ এসএসসি+ এইচএসসি ৭.৫, এসএসসিতে কমপক্ষে ৩.০ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.০, বিজ্ঞান শাখাঃ এসএসসি+এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.৫

পাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা পদ্ধতি:

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা —–, ২০২২ তারিখে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:

ইউনিট A:
•MCQ পরীক্ষা: সকাল ১০:০০ ঘটিকা থেকে ১০:৪০ ঘটিকা পর্যন্ত
•লিখিত পরীক্ষা: সকাল ১০:৪০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত
•ড্রইং পরীক্ষা: সকাল ১১:৩০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত

ইউনিট B
•MCQ পরীক্ষা: বিকাল ৩:৩০ ঘটিকা থেকে ৪:১০ ঘটিকা পর্যন্ত
•লিখিত পরীক্ষাঃ ৪১০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত।

• MCQ পরীক্ষার ৪৫ নম্বরের মধ্যে পাস নম্বর ১৮ এবং লিখিত পরীক্ষার ৩৫ নম্বরের মধ্যে পাস নম্বর ৯। শুধুমাত্র MCQ পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।

• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ এর সাথে যথাক্রমে ১.৬ ও ২.৪ দ্বারা গুণ করে প্রাপ্ত স্কোর যােগ করে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে পুনরায় যােগ করে মেধাতালিকা তৈরি করা হবে৷

• প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি (প্রযােজ্য ক্ষেত্রে) ভার্সনে হবে। যে সকল প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের আবেদনের সময় নির্ধারিত অপশন সিলেক্ট করতে হবে।

• ভর্তি পরীক্ষায় প্রতিটি MCQ প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল www.pust.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের সময় ও ফরমের মূল্য:

• অনলাইনে আবেদনের সময়সীমাঃ ২০ নভেম্বর, ২০২২ থেকে ৫ ডিসেম্বর, ২০২২পর্যন্ত।

• A ইউনিটের ফরমের মূল্য ১২০০ টাকা + ৪৫ টাকা (সার্ভিস চার্জ)= ১২৪৫ (এক হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা)।

• A ইউনিটের আর্কিটেকচার সহ ফরমের মূল্য ১৩০০ টাকা + ৪৫ টাকা (সার্ভিস চার্জ)= ১৩৪৫ (এক হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা)।

• B ইউনিটের ফরমের মূল্য ১০০০ টাকা + ৪৫ টাকা (সার্ভিস চার্জ)= ১০৪৫ (এক হাজার পঁয়তাল্লিশ টাকা)।

পাবিপ্রবিতে আবেদনের নিয়মাবলী:

• অনলাইনে admission1920.pust.ac.bd এর মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য প্রদানপূর্বক আবেদন করুন এবং প্রাপ্ত Application ID সংরক্ষণ করুন ।

ফি জমাদানের পদ্ধতি:

শিওরক্যাশ (রূপালী ব্যাংক)
ধাপ ১ | শিওর ক্যাশ একাউন্ট থেকে *৪৯৫# ডায়াল করুন।
ধাপ ২ | নিজ একাউন্টের ক্ষেত্রে পেমেন্ট এর জন্য 3 টাইপ করুন, এজেন্টের একাউন্টের ক্ষেত্রে 4 টাইপ করুন
ধাপ ৩ | Payee Account or Keyword এর জন্য PUST টাইপ করুন।
ধাপ ৪ | ৯(ক) থেকে প্রাপ্ত আপনার নির্ধারিত Application ID প্রদান করুন।
ধাপ ৫। এরপর আবেদনকারীর নাম, Application ID ও আবেদন ফি দেখানাে হবে।
ধাপ ৬। Student এর মােৰাইল নম্বর প্রদান করুন (শুধুমাত্র এজেন্ট থেকে পেমেন্ট করার ক্ষেত্রে)।
ধাপ ৭ | Wallet-এর পিন নম্বর প্রদান করুন।
ধাপ ৮ | সঠিকভাবে পিন নম্বর প্রদান করা হলে আবেদন ফি কেটে নিয়ে successful message দেখানাে হবে।

• কোটার আবেদনকারীর ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট কোটাসমূহঃ (১) মুক্তিযােদ্ধা কোটা (মুক্তিযােদ্ধার সন্তান মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান), (২) শারীরিক প্রতিবন্ধী কোটা, (৩) ক্ষুদ্র নৃগােষ্ঠি। উপজাতী /আদিবাসী কোটা এবং (৪) পােষ্য কোটা।
(ঘ) ইংরেজি ভার্সন প্রশ্নপত্রের জন্য আবেদনের সময় English Version Question অপশন সিলেক্ট করতে হবে।

• GCE 0 লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত: ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মােট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে। উক্ত যােগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে চাইলে তাদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অফিসে (৫ম তলা, প্রশাসনিক ভবন) নির্ধারিত সময়ের মধ্যে যােগাযােগ করতে হবে। অসম্পূর্ণ অথবা ভুল তথ্য থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

• প্রবেশপত্র ডাউনলােডের তারিখ www.pust.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়ঃ

• ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.pust.ac.bd) মাধ্যমে জানানাে হবে।

• ভর্তি পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে অবশ্যই ওয়েবসাইট admission1920.pust.ac.bd থেকে Application ID এর মাধ্যমে সংগ্রহকৃত প্রবেশপত্রের (A4 80gm কাগজে প্রিন্টকৃত রঙিন) দুইকপি নির্ধারিত জায়গায় স্বাক্ষর করে সঙ্গে আনতে হবে।

• ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/ইনভিজিলেটর পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক আনিত দুইটি প্রবেশপত্রের একটি সংগ্রহ করবে।

• পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর,মােবাইল ফোন, হেডফোন, ব্রইথ বা টেলিযােগাযােগ করা যায় এরূপ যেকোন প্রকার ডিভাইস রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনাে প্রার্থীর কাছে এরূপ কোনাে প্রকার ডিভাইস পাওয়া গেলে, সে ব্যবহার করুক বা না করুক তাকে বহিষ্কার করা হবে।

• পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ২০(বিশ) মিনিট পূর্বে সিট প্ল্যান অনুযায়ী নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত আসন ব্যতিত পরীক্ষায় অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী:

• ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd এবং admission1920.pust.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

• আবেদন সংক্রান্ত যে কোন সমস্যা admission1920.pust.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানাে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে অফিস চলাকালীন সময়ে (বৃহস্পতিবার ও শুক্রবার বাদে) সরাসরি যােগাযােগ করে অথবা ০৭৩১-৬৪৯৫৩ নম্বরে টেলিফোন করে এ বিষয়ে জানা যাবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) ও বিবিএ প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি ভর্তি তথ্য ২০১৯-২০

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group