NU Notice Boardজাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ডিগ্রি শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ডিগ্রির ভর্তি তথ্য ২০২৩-২০২৪৷

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির সার্কুলার প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ডিগ্রি শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৫ জুলাই ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

ডিগ্রী ভর্তি কার্যক্রমে প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Degree Pass Tab এ Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদনের বিস্তারিত তথ্য 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদী স্নাতক (পাস) ডিগ্রী ভর্তির কোর্সসমূহ

• ব্যাচেলর অব আর্টস [বি এ (পাস)]
• ব্যাচেলর অব সায়েন্স [বি এস সি (পাস)]
• ব্যাচেলর অব মিউজিক [বি মিউজ (পাস)]
•  ব্যাচেলর অব সােস্যাল সায়েন্স [বি এস এস (পাস)]
•  ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ [বি বি এস (পাস)]
• ব্যাচেলর অব স্পাের্টস [বি স্পাের্টস (পাস)]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির আবেদনের সাধারণ যােগ্যতা

• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সকল শাখায় ২০১৯/২০২০/২০২১ সালের এস.এস.সি/সমমান এবং ২০২১/২০২২/২০২৩ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে।

• বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের HSC সমমানের কোর্সসমূহ থেকে শুধুমাত্র ) এইচ.এস.সি (ভােকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) ii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।

• ২০১৯/২০২০/২০২১ সালের ০-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১/২০২২/২০২৩ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে তবে এ ধরণের প্রার্থীদের ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যােগাযােগ করে আবেদন পত্র জমা দিতে হবে।

• বিদেশী সাটিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। বিদেশী সাটিফিকেটধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যােগাযােগ করে আবেদন পত্র জমা দিতে হবে।

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি হতে পারবে।

• একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির আবেদন করবেন যেভাবে

ডিগ্রী ভর্তি ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকাসহ প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত কলেজে ১ জুলাই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়

• আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Degree Pass Tab এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড ও পাসের সন সঠিকভাৰে এন্ট্রি দিতে হবে।

• ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female অথবা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক তথ্যটি এন্ট্রি দিতে হবে।

• এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যােগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে৷ আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি যােগ্য কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

• মুক্তিযােদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পােষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যােগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।

• ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb, প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলােড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

• সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4 (8.5”×11) অফসেট সাদা কাগজে] প্রিন্ট (Print) নিতে হবে।

• আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant Login অপশনে Degree Pass Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।

• এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলােড করতে পারবে।

ডিগ্রী ভর্তির প্রাথমিক আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন

• আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

• প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ শিক্ষার্থীকে ফেরত দেয়া হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাশ) ডিগ্রি ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন

• প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির কোর্স বরাদ্দ দেয়া হবে।

• একই প্রতিষ্ঠান/কলেজে একই কোর্সে দুই বা ততােধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল এক হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে:
-৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%
-প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষার মােট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%
-এর পরেও যদি দুই বা ততােধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সীমা

• অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের সময়সীমাঃ ৫ জুন ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত।

• আবেদন ফরম প্রিন্ট করে ২৫০ টাকাসহ কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ১ জুলাই ২০২৪ পর্যন্ত।

• কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সীমাঃ ২ জুলাই ২০২৪ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির ফলাফল ২০২৩-২০২৪

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটার মেধা এবং রিলিজ স্লিপের (প্রয়ােজনে একাধিক বার) মাধ্যমে প্রকাশ করা হবে।

• শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং SMS (nu<space>atdg<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির ফলাফল দেখুন এই লিংকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপে ফরম পূরণ

যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত কোর্সে ভর্তি হবে সে সকল প্রার্থী পাঁচটি কলেজে আলাদাভাবে কোর্স পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে । ডিগ্রী ভর্তির রিলিজ স্লিপ সংক্রান্ত সকল তথ্য দেখুন এই লিংকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ভর্তি বাতিল সম্পর্কিত জ্ঞাতব্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন প্রার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে এ শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ ডিগ্রি ভর্তির বিস্তারিত তথ্য পাবেন বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট Educationsinbd.com থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির বিস্তারিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি সার্কুলার। ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। National University Degree Admission Notification 2023-2024 academic year. Admission notification of 1st year undergraduate (pass) class in the academic year 2023-2024 of the National University. National University Bachelor Degree Admission Notification 2024

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group