NU Notice Boardজাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ Degree Admission Circular

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ডিগ্রী ভর্তির সার্কুলার প্রকাশিত হয়েছে। এন.ইউ ডিগ্রি ১ম বর্ষ ভর্তির নোটিশ অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিগ্রী ভর্তির আবেদন শুরু হবে। Degree Admission Circular has been published on the National University Admissions Website (www.nu.ac.bd/admissions). Application for Degree Admission in 2020-21 Academic Year will start from 14th November as per the NU Degree 1st Year Admission Notice.

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ১৪ নভেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ১২ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus /lmportant Notice থেকে জানা যাবে I

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির আবেদনের যােগ্যতা ২০২৩

• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৬/২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০১৮/২০১৯/২০২০ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নূন্যতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

• বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভােকেশনাল), এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্ট), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উপরোক্ত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির সকল তথ্য

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি

• অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: আগামী ০২/০৮/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে ২৬/০৯/২০২৩ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।

• আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজ জমা দেয়ার তারিখ: ৩১/০৮/২০২৩ থেকে ২৮/০৯/২০২৩

• কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ৩/৮/২০২৩ থেকে ২৮/৯/২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ Degree Admission Circular

Degree (Pass) Private / Certificate Course Admission Circular 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ

ডিগ্রী ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়

• আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Degree Pass Tab-এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয়, পাসের সন ও একটি নিবন্ধিত মােবাইল নম্বর (নিজের অথবা অভিভাবকের) সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীর শিক্ষা সহায়ক সকল তথ্য প্রদানের ক্ষেত্রে এই মােবাইল নম্বরটি ব্যবহার করা হবে।

• আবেদনকারী তার ভর্তি যােগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি যােগ্য কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতকর্তার সঙ্গে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

• প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীর সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size:50kb. আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলােড করা হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

• আবেদনকারীকে সঠিক ছবি ও তথ্যসহ ছক পুরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বর ও পিন ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4 (৪.5×11″) অফসেট সাদা কাগজে] প্রিন্ট/pdf কপি সংগ্রহ করতে হবে।

• আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট/পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে যথাসময়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল

• ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে আবেদনকারী প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক পাস ভর্তির কোর্স বরাদ্দ দেয়া হবে।

• একই প্রতিষ্ঠান/কলেজে একই কোর্সে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর, ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%, প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত মােট নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%, এর পরেও যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

• এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ কোটা এবং রিলিজ স্লিপ (প্রয়ােজনে একাধিকবার তবে দুইয়ের অধিক নয়) এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির ফলাফল দেখুন এই লিংকে 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ Degree Admission Circular

  • 01650288260

    Nu praived curs
    Kokn virti suru hobe…?

    Reply

Leave a Reply