রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএড ও এমএড প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পিজিডিএড (বিএড সমমান) ও এমএডঃ ২০২১-২০২২ প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি (সান্ধ্যকালীন) Rajshahi University B.Ed. and M.Ed Admission Circular 2022। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএড ও এমএড পোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিএড ও এমএড ভর্তির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১ বছর মেয়াদী (দুই সেমিস্টার) পােস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন (পিজিডিএড) ও মাস্টার অব এডুকেশন (এম এড) প্রােগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকা সাপেক্ষে বিএড ও এমএড পোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আরো পড়ুন- রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির মাস্টার্স ভর্তির সার্কুলার
ভর্তির ন্যূনতম যােগ্যতা পিজিডিএড:
• প্রার্থীর স্নাতক (পাশ/সম্মান), এইচ.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় ২য় শ্রেণী অথবা নূনপক্ষে জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
• ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ প্রার্থীর ন্যুনতম সি গ্রেড ও তিনটি বিষয় সম্পন্ন থাকতে হবে।
• স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫ বছরের শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ১ নং শর্তের যে কোন একটি পরীক্ষার শর্ত শিথিলযোগ্য।
ভর্তির ন্যুনতম যােগ্যতা (এম এড)
• পিজিডিএড বিএড সমমানের পরীক্ষায় ২য় শ্রেণী অথবা ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
• প্রার্থীর এইচ,এস,সি ও এস,এস,সি পরীক্ষায় ২য় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে (২০০১, ২০০২, ২০০৩ সালের এস,এস,সি এবং ২০০৩ সালের এইচ,এস,সি পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
• এ লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ প্রার্থীর নুন্যতম সি গ্রেড ও তিনটি বিষয় সম্পন্ন থাকতে হবে।
বিএড ও এমএড পোগ্রামে ভর্তি সংক্রান্ত তথ্য
সাক্ষাৎকার : ২৮/০৪/২০২০ তারিখ বৃহস্পতিবার
সময় : ২:৩০ টা (বিকাল)
আসন সংখ্যা: পিজিডিএড (বিএড সমমান): ৫০ টি, এমএডঃ ৫০টি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিজিডিএড (বিএড সমমান) ও এমএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

বিএড ও এমএড পোগ্রামে ভর্তির আবেদনপত্র সংগ্রহ
পিজিডিএড ও এমএড কোর্সে ভর্তির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অফিসে যথাক্রমে ৬০০/- ও ৮০০/- টাকা (অফেরৎযােগ্য) নগদ জমা নিয়ে আবেদনপত্র ২২/০৩/২০২০ তারিখ থেকে ২০/০৪/২০২০ পর্যন্ত সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সাথে যা যা জমা দিতে হবে
প্রার্থীর দুই কপি সত্যায়িত ছবি, সকল পরীক্ষার সনদপত্র ও মার্ক সার্টিফিকেটের সত্যায়িত কপিসহ পূরণকৃত আবেদনপত্র ২০/০৪/২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১ বছর মেয়াদী (দুই সেমিস্টার) পােস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন (পিজিডিএড) ও মাস্টার অব এডুকেশন (এম এ) প্রােগ্রামে ভর্তির জন্য বিস্তারিত তথ্য ইনস্টিটিউট অফিস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.ru.ac.bd/ier-এর নােটিশ সেকশনে পাওয়া যাবে।