শিক্ষা নিউজসকল ভর্তি খবর

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন যেভাবে | HSC ADMISSION 2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ করবেন যেভাবে | HSC ADMISSION 2023-2024 session । একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। আগামী ১০ আগষ্ট ২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণির ভর্তির ১ম ধাপের আবেদন। এখানে আপনাদের সামনে তুলে ধরব একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম। xi Class admission tutorial 2023.

2023-2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আপনাকে অনলাইনে এর মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পাদন করতে হবে। আগামী ২০ আগষ্ট ২০২৩ পর্যন্ত ১ম ধাপে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। ৩ ধাপে চলবে এ আবেদন কার্যক্রম।  যারা ১ম ধাপে অবেদন করনি অথবা সিলেক্ট হয়নি তারা দ্বিতীয় ধাপের আবেদন করতে পারবে। ২য় ধাপেও না চান্স পেলে চিন্তার কারণ নেই আপনি ৩য় ধাপে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন।

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও নীতিমালা
একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও নীতিমালা

আরো পড়ুন – একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি

চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ করবেন। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের বিস্তারিত নিয়মকানুন নিচে তুলে ধরা হলো

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময়সীমাঃ ১০ আগষ্ট থেকে ২০ আগষ্ট  ২০২৩ পর্যন্ত।

কলেজের  নির্বাচন সংখ্যাঃ সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০ টি কলেজ একত্রে নির্বাচন করা যাবে।

অনলাইনে আবেদন ফিঃ ১৫০ টাকা মাত্র।

আরো পড়ুন – এসএসসি ও সমমানের রেজাল্ট ২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ করবেন যেভাবে 

একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফরম পূরণ করার আগে আবেদনকারীকে টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংক/রকেট এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) গিয়ে “Apply Online Button-এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।

টেলিটকের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি প্রদান করার নিয়ম

প্রথম ধাপে টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি প্রদানের জন্য ২ টি এসএমএস পাঠাতে হবে। একাউন্টে ১৫০ টাকার বেশি রাখতে হবে৷

১ম এসএমএসঃ প্রথম এসএমএস পাঠানোর জন্য আপনাকে CAD লিখে স্পেস দিয়ে WEB লিখে স্পেস দিতে হবে। তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিতে হবে তারপর পাশের বছর লিখে ১৬২২২ নামারে পাঠাতে হবে।

উদাহরণঃ CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year

এভাবে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে এবং ফিরতি মেসেজে, আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।

২য় এসএমএসঃ দ্বিতীয় এসএমএস পাঠানোর জন্য আপনাকে   CAD লিখে স্পেস দিয়ে YES লিখে আবার স্পেস দিতে হবে এরপর উক্ত পিন নাম্বার লিখে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখুন

উদাহরণঃ CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No

এভাবে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে এবং
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।এবার আপনি অনলাইনে আবেদন ফরম পূরন করার জন্য প্রস্তুতি নিতে পারেন।

বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংক/রকেটে আবেদন ফি প্রদানের নিয়ম জানতে ক্লিক করুন

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ করবেন যেভাবে 

দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ করার জন্য লাগবে একটি সচল ইন্টারনেট ব্যবহারকৃত স্মার্টফোন অথবা কম্পিউটার। (বিদ্রঃ নিজে না পারলে অনলাইন দোকানে ফরম পূরণ করুন) । অনলাইনে আবেদন ফরম পূরণ করতে আপনাকে একাদশ শ্রেণীতে ভর্তি ওয়েবসাইট এর এই  xiclassadmission.gov.bd লিংকে প্রবেশ করতে হবে এরপর আপনাকে Apply Now লেখা বাটনে ক্লিক করতে হবে। তারপর একটি পেজ দেখতে পাবেন।

উক্ত পেজে নিম্নলিখিত নীতিগুলি পূরণ করুন

• আপনার এসএসসি পরীক্ষার রোল নং।
• আপনার এসএসসির শিক্ষাবোর্ড।
• আপনার এসএসসির পাশের সন।
• আপনার এসএসসির রেজিষ্ট্রেশন নম্বর।
• এরপর একটি ক্যাপচা কোড দেখতে পাবেন উক্ত সংখ্যাটি বক্সে লিখুন।
• Next বাটনে ক্লিক করুন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ

• আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পারবেন।

• এখন ২য় এসএমএসে দেওয়া, আপনার মোবাইল নম্বরটি লিখুন যেটা এসএমএস এ দিয়েছেন আবার সেই নম্বরটি লিখুন এবং Next বাটনে ক্লিক করুন।

• এখন অপনাকে কলেজ বাছাই করতে হবে। সতর্কতার সাথে এখানে আপনাকে সর্বনিম্ন ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ বাছাই করতে হবে। আপনি যে কলেজে পড়তে ইচ্ছুক না সেটা কখনো চয়েস এ রাখবেন না।

একাদশ শ্রেণিতে ভর্তির শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন নির্বাচন ফরম পূরণ

• এখন আপনি যে কলেজে পড়তে চান সে কলেজের বোর্ড সিলেক্ট করুন।
• কলেজ যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলা বাছাই করুন।
• কলেজ যে থানার অন্তর্ভুক্ত থানা বাছাই করুন
• এখন আপনার পছন্দের কলেজগুলো এভাবে বাছাই করুন।
• আপনি যে শিফট এ পড়তে চান শিফট বাছাই করুন।
• বাংলা না ইংরেজি ভার্সন এ পড়বেন বাছাই করুন
• যে গ্রপে পড়তে চান বাছাই করুন।  সাইন্স থেকে আর্টস অথবা কমার্সে অথবা কমার্স থেকে আর্টস এ ভর্তি হওয়া যাবে।
• এরপর যদি আপনার কোন কোটা থাকে (মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী) কোটা নির্বাচন করুন
•আপনার গর্ভনিং বডি কোটা (যদি থাকে) নির্বাচন করুন।

• এরপর আপনাকে  Add This College বাটনে ক্লিক করতে হবে কলেজটি পছন্দ করে তালিকায় যুক্ত করুন। বিদ্রঃ আপনি ‍তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) একটি কলেজকে তিনবার যুক্ত করতে পারবেন। সবগুলো কলেজ যুক্ত করার পর, Preview Application বাটনে ক্লিক করুন।

• আপনার যদি মনে হয় সবকিছু ঠিক আছে তাহলে SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুন। আর যদি কিছু পরিবর্তন করতে হয় CONTINUE TO EDIT বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে।

• আবেদনটি সফলভাবে Submit হলে আবেদনকারী তার Contact Number-এর মােবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং এসএমএসে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গােপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশােধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

বিদ্রঃ উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর, বোর্ড পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (টেলিটক/বিকাশ/শিওরক্যাশ / নগদ/সােনালী ব্যাংক/রকেট) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশনা

২০২৪-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নির্দেশিকা/এইচএসসি ভর্তি তথ্য ২০২৩

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরম ডাউনলোড 

• আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print] নিতে পারবেন।

• আবেদন Submit application আপশনে ক্লিক করলে একটি পেইজ আসবে, এবার এটি  Print  করে সংরক্ষণ করতে হবে। এই কাগজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ যত্ন করে রেখে দিবেন।

একাদশ শ্রেণিতে ভর্তির কোটাঃ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য-ছকের নির্দিষ্ট স্থানে FQ কোটা Select করবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

কলেজ ও পছন্দক্রম পরিবর্তনঃ একজন আবেদনকারী সর্বোচ্চ ৫(পাঁচ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে।

একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফলঃ আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ এখন ফলাফলের জন্য অপেক্ষা করুন। ফলাফল জানতে এই লিংকে ক্লিক করুন।

একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ করতে ক্লিক করুন xiclassadmission.gov.bd 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group