শিক্ষা নিউজসকল ভর্তি খবর

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পুনঃভর্তির বিজ্ঞপ্তি ২০২০

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য় বার পুনঃভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ড এর ওয়েবসাইটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের পূনঃভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বে পুনঃভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বে পুনঃভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য প্রতিষ্ঠানে জরিমানা ২৫০০/- টাকা সহ আগামী ১০-১১ মার্চ ২০২০ খ্রি. তারিখের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানে Login করে Online-এর মাধ্যমে বাের্ডে প্রেরণ এবং তার হার্ডকপিসহ প্রয়ােজনীয় কাগজপত্র (সাধারণ নিয়মাবলীতে বর্ণিত ডকুমেন্টস) ও ব্যাংক ড্রাফটের কপি সংযুক্ত করে আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২০ খ্রি. তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের দপ্তর হতে বাহক মারফত পরিচালক (কারিকুলাম), বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড বরাবর জমা প্রদান করতে বলা হয়েছে।

পুনঃভর্তির সাধারণ নিয়মাবলীঃ

• পুনঃভর্তির আবেদনের সাথে রেজিষ্ট্রেশন কার্ড এবং পূর্ববর্তী পর্বের প্রবেশ পত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

• শুধুমাত্র ২য় এবং ৪র্থ পর্বে পুনঃভর্তিকৃত শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে প্রবিধান ২০১৬ অনুসরণ করতে হবে।

• ৬ষ্ঠ ও ৮ম পর্বে পুনঃভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবিধান ২০১০ এবং প্রবিধান ২০১৬ অনুসরণ করতে হবে। অর্থাৎ এ ক্ষেত্রে শিক্ষার্থী যে প্রবিধানের আওতায় ভর্তিকৃত সে প্রবিধান অনুসরণ করতে হবে।

• প্রবিধান ২০১০ এবং প্রবিধান ২০১৬-এর ৪.১৪.৪ ধারায় বর্ণিত অকৃতকার্য কোন শিক্ষার্থী ৬ষ্ঠ ও ৮ম পর্বে পুনঃভর্তি হতে চাইলে তাদের ক্ষেত্রে প্রবিধান ২০১০ এবং প্রবিধান ২০১৬-এর ৪.১৪.৫ ধারা মােতাবেক ৬ষ্ঠ ও ৮ম পর্বে সাময়িকভাবে অধ্যয়নের অনুমতি প্রদানের প্রমাণসহ আবেদন করতে হবে।

• প্রবিধান ২০১০-এর সংশােধিত ধারা ৪.১৪.৪ এবং প্রবিধান ২০১৬-এর ধারা ৪.১৪.৪ মােতাবেক ৫ম ও ৭ম পর্বে ৪(চার) বা ততােধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীগণ পরবর্তিতে সংশ্লিষ্ট পর্বে ৫ম ও ৭ম পর্বে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহনের পর অনুত্তীর্ণ হলে তারা পুনঃভর্তিকৃত প্রতিষ্ঠানের
৫ম ও ৭ম পর্বের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হবে এবং পরবর্তি পর্বে অধ্যায়নের প্রদেয় পুনঃভর্তির আদেশ বাতিল বলে গণ্য হবে এবং প্রবিধান ২০১০- এর সংশােধিত ধারা ৪.১৪.৪ এবং প্রবিধান ২০১৬-এর ধারা ৪.১৪.৪ মােতাবেক ব্যবস্থা নিতে হবে।

• প্রতিষ্ঠানে পুনঃভর্তির আবেদন প্রাপ্তির পর আবেদন প্রবিধানের আলােকে যাচাই-বাছাই করে পুনঃ ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য আগামী ১০-১১ মার্চ ২০২০খ্রি. তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে Login-করে বোের্ড কর্তৃক নির্ধারিত ছকে Online-এর মাধ্যমে বাের্ডে প্রেরণ করতে হবে। Online-এ প্রেরিত শিক্ষার্থীদের তথ্যের হার্ড কপি প্রিন্ট করে রাখতে হবে এবং উক্ত প্রিন্ট কপিসহ অন্যান্য কাগজপত্র আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২০ খ্র. তারিখে বাের্ডে জমা প্রদান করতে হবে।

• পুনঃভর্তির আবেদনের প্রেক্ষিতে Online-এ প্রেরিত তথ্যের হার্ড কপি অনুসারে শিক্ষার্থীদের পুন ভর্তি ফি বাবদ শিক্ষার্থী প্রতি ২০০/- (দুইশত) টাকা হারে ও প্রতিষ্ঠান জরিমানা ২৫০০/- মােট টাকা সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড-এর অনুকুলে ব্যাংক ড্রাফট করতে হবে। উল্লেখ্য প্রতিটি প্রতিষ্ঠানের মােট পুনঃ ভর্তি শিক্ষার্থীর জন্য মােট টাকার একটি মাত্র ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পূনঃভর্তির বিজ্ঞপ্তি ২০২০

পুনঃভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য Online-এ প্রদেয় ছক আকারে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরসহ Online-এ প্রেরিত তথ্যের হার্ডকপি, শিক্ষার্থীর আবেদনের কপি, রেজিষ্ট্রেশন কার্ড এবং পূর্ববর্তী পর্বের প্রবেশ পত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সাময়িকভাবে অধ্যয়নের অনুমতি প্রদানের প্রমাণ (প্রযােজ্য ক্ষেত্রে) সংকসহ সমুদয় টাকার ব্যাংক ড্রাফট আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২০ খ্রি. তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডে জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য প্রতিটি প্রতিষ্ঠানের মােট পুনঃ ভর্তিকৃত শিক্ষার্থীর জন্য মােট টাকার একটি মাত্র ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। ১৫ ও ১৬ মার্চ ২০২০ খ্রি. তারিখের পরে কোন আবেদন এবং ব্যাংক ড্রাফট জমা নেয়া হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group