আরবি বিশ্ববিদ্যালয়

ফাজিল (স্নাতক) পাস ১ম,২য় ও ৩য় বর্ষের বিষয়গুলো কখন বাছাই করতে হয়?

ফাজিল (স্নাতক) পাস কোর্সে অধ্যয়নরত এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে অনেকেই জানেন না যে :
ফাজিল (স্নাতক) পাস ১ম,২য় ও ৩য় বর্ষের বিষয়গুলো কখন বাছাই করতে হয়?

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কোন ফাজিল এবং কামিল মাদরাসায় ৩ বছর মেয়াদী ফাজিল (স্নাতক) পাস ১ম বর্ষে ভর্তি হতে গেলে মাদরাসা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে একটি ভর্তি ফরম সরবরাহ করা হয়। ওই ভর্তি ফরমটি পূরণ করে মাদরাসায় জমা দিতে হয়। ওই ভর্তি ফরমটিতে ফাজিল (স্নাতক) পাস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীর ফাজিল (স্নাতক) পাস ১ম,২য় ও ৩য় বর্ষের বিষয় বাছাই করার জন্য একটি অংশ পূরণ করতে হয়।

ফাজিল (স্নাতক) পাস ১ম ও ২য় বর্ষের বিষয়গুলো একপ্রকার নির্দিষ্ট করাই থাকে।তাই ১ম বর্ষ ও ২য় বর্ষের বিষয় বাছাই করার সুযোগ তেমন একটা থাকে না।তবে ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের বিষয় বাছাই করার সুযোগ থাকে। শিক্ষার্থী তার ইচ্ছামত বিষয় বাছাই করার অধিকার রাখেন।

ভর্তি হওয়ার আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীর কর্তব্য হচ্ছে,ভর্তি হওয়ার আগে শিক্ষার্থী যেসব বিষয় নিয়ে ফাজিল (স্নাতক) পাস কোর্স করতে ইচ্ছুক,বিশেষ করে ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের বিষয়গুলো,সেই বিষয়ে পাঠদানের অনুমোদন ওই মাদরাসার আছে কি না? অথবা ওই বিষয়ে পাঠদানের মত শিক্ষক ওখানে আছে কি না?অথবা ওই মাদরাসায় ওই বিষয়টি পড়ানো হয় কি-না? এটা নিশ্চিত হয়ে জেনে নেয়া।
ওই মাদরাসায় না থাকলে প্রয়োজনে অন্য মাদরাসায়,যেখানে ওই বিষয় আছে,সেখানে ভর্তি হতে হবে। ভর্তি ফরম পূরণ করার সময় কখনও দেখা যায় ওই ভর্তি ফরমটি শিক্ষার্থী নিজে পূরণ করছেন।এটাই হওয়া উচিত।

ফাজিল (স্নাতক) পাস ১ম,২য় ও ৩য় বর্ষের বিষয়গুলো কখন বাছাই করতে হয়?

আবার কখনও দেখা যায় যে,ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভর্তি ফরম ওই মাদরাসারই কোন সিনিয়র শিক্ষার্থী পূরণ করে দিচ্ছেন!
কিংবা মাদরাসার কোন শিক্ষক পূরণ করে দিচ্ছেন!
অথবা মাদরাসার গ্রন্থাগারিক পূরণ করে দিচ্ছেন!
অথবা মাদরাসা অফিস সহায়ক পূরণ করে দিচ্ছেন!
এসব ক্ষেত্রে শিক্ষার্থী বুঝতে পারে না।ভর্তি ফরমে আসলে কি পূরণ করতে হয়?আর ৩য় বর্ষে সে কোন বিষয়ই বা বাছাই করবে?
ফাজিল (পাস) কোর্সের ৩য় বর্ষের বিষয়গুলো ফাজিল (পাস) ১ম বর্ষে ভর্তির সময়ই পূরণ করতে হয়।
পরবর্তী সময়ে ৩য় বর্ষের বিষয় পরিবর্তন করতে গেলে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অফিস পর্যন্ত যেতে হয়।

বিষয় বাছাইয়ের ক্ষেত্রে করণীয় :
▪️ আপনার পছন্দের বিষয়কে প্রাধান্য দিয়ে বিষয় বাছাই করুন।
▪️ বাজারে বই/গাইড/নোট সাজেশন সহজেই মেলে এমন বিষয় বাছাই করুন।
▪️ পরীক্ষার আগ মুহুর্তে বই/গাইড/নোট/শীট/সাজেশন ইত্যাদি খুঁজে হয়রান হতে হয় এমন বিষয় বাছাই করবেন না।
▪️ ফাজিল (স্নাতক) পাস কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার নিকটস্থ মাদরাসার বই বিক্রয়কারী লাইব্রেরীতে খোঁজ নিয়ে জেনে নিন যে,আপনার কাঙ্ক্ষিত বই/গাইড/সাজেশন পাওয়া যাবে কি-না?
▪️ আপনি যে মাদরাসায় ভর্তি হতে ইচ্ছুক,সেখানের ফাজিল (পাস) ৩য় বর্ষে বর্তমানে অধ্যয়নরত কোন একজন/একাধিক শিক্ষার্থীর সাথে পরামর্শ করে নিন।
▪️ আপনি যে মাদরাসায় ভর্তি হতে ইচ্ছুক,সেখানকার সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে পরামর্শ করুন।বিশেষ করে সিলেবাস,বই প্রাপ্তি,শীট/সাজেশন প্রাপ্তি ইত্যাদি বিষয়ে।
আপনার নিজের বিষয় আপনি নিজে বাছাই করবেন।তাহলেই কেবলমাত্র এই সমস্যার সঠিক সমাধান সম্ভব।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply