বিসিএসশিক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় বনাম ৪৪তম বিসিএস!

জাতীয় বিশ্ববিদ্যালয় বনাম ৪৪তম বিসিএস! জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যখন তাদের ছাত্রছাত্রীদের বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে সময়সীমা বাড়িয়ে দিতে পিএসসির কাছে চিঠি পাঠায়।

আগামী ২৭ই মে ৪৪তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে অনেক আগেই। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা হচ্ছে পিএসসি তাদের নির্ধারিত তারিখেই পরীক্ষা সম্পন্ন করে থাকে। অন্যদিকে আগামী ১০ই মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ২০১৮-১৯ সেশনের শেষবর্ষ চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। লক্ষ্যণীয় যে, যেখানে ২৭ই মে বিসিএস প্রিলি, এর পর দিন ২৮ই মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা রয়েছে। কোনো ছাত্র/ছাত্রী ৭০০ টাকা দিয়ে আবেদন করার কারণে শুধু মডেল টেস্ট হিসাবেও বিসিএস প্রিলি পরীক্ষা দেওয়ার ইচ্ছায় গ্রাম থেকে বিভাগীয় শহরে যায়, তাহলে পরীক্ষা শেষ করে এসে পরের দিন মাস্টার্স পরীক্ষায় এটেন্ড করতে পারবে কিনা সন্দেহাতীত। অসুস্থ হয়ে যাওয়া ছাড়া অন্য সব ঠিক থাকলে পরীক্ষায় এটেন্ড করলেও পূর্বনির্ধারিত ফেল ছাড়া কপালে কিছু জুটবে না। কারণ, পড়ার সময়টা পেলো কোথায়!!

এদিকে ২০১৯ সনের মাস্টার্স ব্যাচের শিক্ষার্থীদের বয়সসীমাও প্রায় শেষ পর্যায়ে। এমতাবস্থায় মাস্টার্স পরীক্ষার শিডিউল পরিবর্তন করার দাবী জানাচ্ছি। তাছাড়া আগামী ২২ই এপ্রিল থেকে ধাপে ধাপে প্রাইমারির নিয়োগ পরীক্ষা।

আমার মতে আগামী জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স পরীক্ষার শিডিউল করলে কিছুটা হলে আমরা স্বস্তি পেতাম।

৪৪তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে: পিএসসি। পিএসসি সূত্র জানিয়েছে, ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এ বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।৪৪তম বিসিএসে আবেদনকারী প্রার্থীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। গত বুধবার এ বিসিএসে আবেদনের সময় শেষ হয়।

 

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। ৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে, ৭৭৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৭ মে। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।

 

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন। পিএসসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ৪১তম বিসিএসে। ওই বিসিএসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ৪৩তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ৪০তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ১২ হাজার। আবেদনের হিসাবে ৪৩তম বিসিএস দ্বিতীয় সর্বোচ্চ। ব্রুনেই, বাহামা, আইসল্যান্ড, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, গ্রেনাডাসহ কয়েকটি দেশের জনসংখ্যাও এত নয়, যতজন ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন।

 

A number of applicants in 44th BCS has crossed 3.5 lakh: PSC. According to PSC sources, a total of 3,50,716 people have applied for the 44th BCS. The application period for A BCS was extended by a month as the final examination at the national university was not over. According to Bangladesh public service commission (PSC) sources, the number of candidates applying for the 44th BCS has crossed 3.5 lakh. The application period for the BCS ended on Wednesday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply