ক্যারিয়ারবিসিএস

৪০তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

৪০তম বি.সি.এস. পরীক্ষা, ২০১৮ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশক্রমে ১ হাজার ৯২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিসিএসে পিএসসি যাঁদের সুপারিশ করেছিল, সেখান থেকে ৩৪ জন বাদ পড়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বি.সি.এস. পরীক্ষা, ২০১৮ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ১৯২৯ (এক হাজার নয়শতউনত্রিশ) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিমবর্ণিত শর্তে নিয়ােগ প্রদান করা হলাে:

• তাঁকে লােক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ প্রহণ করতে হবে;

• উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনান্তে তাঁকে তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরুূপ স্থির করবে সেরুপ পেশাপত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে

• তাঁকে ০২ (দুই) বহর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে। প্রয়ােজনে সরকার এ শিক্ষানবিসকাল অনুর্ধ্ দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিসকালে যদি
তিনি চাকরিতে বহাল থাকার অনুপযােগী বলে বিবেচিত হন, তবে কোনাে কারণ দর্শানাে ছাড়াই এবং সরকারী কর্ম কমিশনের পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি
হতে অপসারণ করা যাবে;

• উপানুচ্ছেদ (ক) ও (খ) এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে
চাকরিতে স্থায়ী করা হবে; (ও) উপানুচ্ছেদ (ক)-এ উল্লিখিত প্রশিক্ষণ শরু হওয়ার পূর্বে তাঁকে একজন জামানতদারসহ ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন- জুডিশিয়াল শ্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল উত্তীর্ণ হওয়ার ০৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্ত্ফা দেন তবে প্রশিক্ষণকালে তাঁকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষ্যে উত্তালিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যান্য ভাতাদি ও তাঁর প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন। প্রশিক্ষণের জন্য কর্মস্থল হতে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের নিকট এ বন্ড দাখিল করে তাঁকে প্রশিক্ষণে যেতে হবে;

• তার ইস্তফো সরকার কর্তৃক গৃহীত হওয়ার পুর্বে যদি তিনি তাঁর কর্তব্য-কাজে অনুপস্থিত থাকেন, তবে উপানুচ্ছেদ (ঙ) অনুযায়ী তাঁর নিকট সরকারের প্রাপ্য
করা হবে এবং সরকারি কর্মচারী (শূঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে;

• ৪০তম বি,সি.এস. পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তার জ্যেষ্ঠতা নির্ধারিত হবে;

• যদি তিনি কোনাে বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তব এ নিয়ােগপত্র বাতিল বলে গণ্য হবে;

• চাকরিতে যােগদানকালে তাঁকে যােগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি
নিজের বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোনা যৌতুক নিবেন না এবং কোনাে যৌতুক দিবেন না;

৪০তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

 

এ প্রজ্ঞাপনে সুনিদষ্টভাবে বর্ণিত হয়নি, এরুূপ ক্ষেত্রে তাঁর চাকরির বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযােজ্য হবে এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাীর চাকরি নিয়ন্ত্রিত হবে The Government Servants (Conduct) Rules, 1979এর ১৩(১) উপবিধি অনুযায়ী তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন। দখলে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পস্তির বিবরণ সম্বলিত একটি ঘােষণাপত্র তাঁকে চাকরিতে যাগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়বিভাগে জমা দিতে হবে।

এ ছাড়া ১৩ (২) উপবিধি অনুযায়ী প্রতি পঁচ বছর পর পর ডিসেম্বর।মাসে প্রদর্শিত সম্পত্তির হাস। বৃদ্ধির হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগে জমা দিতে হবে; চাকরিতে যােগদানের জন্য তিনি কোনাে ভ্রমন ভাতা দৈনিক ভাতা পাবেন না।
অনুচ্চগেদ ১ এ উল্লিখিত শর্তাবলী তাঁর নিকট গ্রহণযাোগ্য বিবেচিত হলে আগামী ১৯ অগ্রহায়প ১৪২৯ ৪ ডিসেম্বর ২০২২ পূর্যায়ে সংশ্লিষ্ট ক্যাঙার নিয়্ত্রকারী মন্ত্রালয়বিভাগ কর্তৃক নিদেশিত/পদায়িত কার্যালয়ে যােগদানের জন্য তাঁকে অনুরােধ করা হলাে। ক্যাডার নিয়নত্রণকারী মনত্রণালয় বিভাগ হতে পরবর্তী কোনোে নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্তণালয় বিভাগে যােগদান করবেন। নির্ধারিত তারিখে যােগদান না করলে তিনি চাকরিতে যােগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়ােগপত্র বাতিল বল গণ্য হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply