ক্যাম্পাসশিক্ষা নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ‘ডি’ ইউনিট রেজাল্ট ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল আজ প্রকাশিত হতে পারে। জাবির ‘ডি’ ইউনিটে ৫৯ দশমিক ১৬ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ‘ডি’ ইউনিট রেজাল্ট ২০২২

ফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে জাবির ‘ই’ ইউনিটের ফল দেখতে পারবেন।

এছাড়া https://juniv.edu/admission এবং https://academic.juniv.edu/ ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এদিকে জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নাম্বারে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ‘ই’ ইউনিট রেজাল্ট ২০২২

read more: স্থগিত থাকা স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন- ৪ দফা দাবি নিয়ে মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে জাবির হাজার হাজার শিক্ষার্থী।

এরমধ্যে সবচেয়ে দূর্ভোগে রয়েছে চতুর্থ বর্ষের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থীরা। তিনি বলেন, শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছেন শিক্ষার্থীরা।বিভিন্ন জায়গায় নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছেন না।।

মানববন্ধনে অংশগ্রহণকারী আরেকজন ছাত্র বলেন, আমাদের পরীক্ষা এ বছরেই দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। শপিং মল, সিনেমা হল, গণপরিবহন সব জায়গায় মানুষ অবাধে চলাচল করতে পারলেও শুধু পরীক্ষা নেয়ার ক্ষেত্রে করোনা আতঙ্ক দেখানো হচ্ছে। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপরিবহনের যাত্রীদের চেয়েও কম স্বাস্থ্য সচেতন!

কর্মসূচি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা বলেন শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষার বিষয়ে কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply