ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সশরীরে নাকি অনলাইনে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১৩ জুন।

আজ মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী বলেন, আমরা দ্রুতই ক্লাস, পরীক্ষা নিব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা স্বশরীরে নিবো। রিভিউ ক্লাস নেওয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরীক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্ততিমূলক ক্লাস নিয়ে শেষ করবে। ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় এ ক্লাস ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এর আগে করোনার কারণে আটকে থাকা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গ্রহণ করে জবি প্রশাসন। পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এসব পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply