ক্যাম্পাসক্যারিয়ারজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ০১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ০১ বুয়েটে পোস্ট গ্রাজুয়েশন নিয়ে বিস্তারিতঃ
কিছু সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করছি।

১.ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে থেকে গ্রাজুয়েশন করেছি/বেসরকারি কলেজে অনার্স করেছি আমি কি বুয়েটে পোস্ট গ্রাজুয়েশন করতে পারবো?
উত্তরঃ হ্যাঁ পারবেন।
আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করে বুয়েটে এমএসসি করছি আমি ছাড়াও অনেকেই আছে।

২.জাতীয় বিশ্ববিদ্যালয়/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে এসে বুয়েটে পড়া সম্ভব?
উত্তরঃ হ্যাঁ সম্ভব,অনেকেই পড়ছে।
৩.ভর্তির প্রক্রিয়া কী?
উত্তরঃ বুয়েট পোস্ট গ্রাজুয়েশন ভর্তি পরীক্ষা নেয়।পরীক্ষা পদ্ধতি ডিপার্টমেন্ট ভেদে আলাদা।
কোনও কোনও ডিপার্টমেন্ট লিখিত পরীক্ষা নেয় আবার কোনও ডিপার্টমেন্ট একাডেমিক রেজাল্ট ও মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে ভর্তীর জন্য বাছাই করে।
৪.কখন ভর্তী বিজ্ঞপ্তি প্রকাশ হয়?
উত্তরঃ বুয়েটে পোস্ট গ্রাজুয়েশনে বছরে দুই সেমেস্টারে ভর্তী নেয়া হয় এপ্রিল ও অক্টোবর সেমেস্টার।
৫.বুয়েটে পোস্ট গ্রাজুয়েশনে কি শুধু এমএসসি করা যায়?
উত্তরঃ বুয়েট পোস্ট গ্রাজুয়েশনে
এমএসসি ইঞ্জিনিয়ারিং/এমএসসি/এমফিল/পিএইচডি/পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সহ বেশ কিছু ডিগ্রি অফার করে।

৬.পরবর্তী সার্কুলার কবে হবে?
উত্তরঃ এটা বলা কিছুনা মুশকিল,পোস্ট গ্রাজুয়েশন সার্কুলার বছরে দুইবার হওয়ার কথা থাকলেও কোন ব্যাচ বের হবার পরই কেবল সার্কুলার হয়।
আগামী সার্কুলার অক্টোবর ২০২১ যা ডিসেম্বরের ৭তারিখের পর আসতে পারে।
না আসলে ২০২২ এর মার্চে আসবে যেটা এপ্রিল ২০২২ সেমেস্টার।
৭.ভর্তীর জন্য নুন্যতম সিজিপিএ কতো থাকতে হবে?
উত্তরঃ- আপনার ২.৫০/৪ থাকলেই আবেদন করতে পারবেন তবে কিছু ডিপার্টমেন্ট সর্ট লিস্ট করে সেক্ষেত্রে অবশ্যই ভাল সিজিপিএ থাকা আবশ্যক।

৮.বুয়েটে কি শুধু ইঞ্জিনিয়ারিং বিষয়েই পোস্ট গ্রাজুয়েশন করা যায়?
উত্তরঃ না,
ইঞ্জিনিয়ারিং ছাড়াও রসায়ন,পদার্থ, গনিতে এমএসসি এমফিল ও পিএইচডি করা যায় বুয়েটে।
০৯.ভাইয়া এমএসসি খরচ কেমন?
উত্তরঃ বাংলাদেশের যতো বিশ্ববিদ্যালয় আছে বুয়েটে খরচ সর্বনিম্ন।
৬-৭ হাজার সব মিলিয়ে।
উপরন্তু RA/TA/Research Fellowship এ বুয়েট থেকে আপনি মাসে ৩০-৪৫,০০০টাকা পেতে পারেন।
১০.এমএসসি করতে কত বছর লাগে?
উত্তরঃ এমএসসি ১.৫বছরের কোর্স
১১.ভাইয়া এটা কি রেগুলার কোর্স নাকি সান্ধ্য কালীন?
উত্তরঃ এটা রেগুলার ফুলটাইম কোর্স (পার্টাইমেও করা যায়)
১২.শুধু কি বুয়েটেই এরকম সুযোগ আছে?
উত্তরঃ না ভাইয়া,
বুয়েট ছাড়াও কুয়েট,চুয়েট,রুয়েট এবং ডুয়েটে আপনি রেগুলার এমএসসি করতে পারবেন।
১৩.ভাইয়া বুয়েটে এমএসসি করলে হলে থাকা যায়?
উত্তরঃ আপনি বুয়েটে রেগুলার এমএসসি /এমফিল /পিএইচডি করলে হলে সিট পাবেন।
১৪. কিভাবে প্রস্তুতি নেব?
উত্তরঃ আমি ধারাবাহিক ভাবে পোস্ট করার চেস্টা করবো সবকিছু।
আপনার প্রশ্ন কমেন্টে জানান।
সবাইকে রিপ্লাই দেয়ার চেষ্টা করবো।

পরবর্তী পর্বে বিষয় ভিত্তিক প্রস্তুতি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
মো.সোহানুর রহমান
এমএসসি, জৈব রসায়ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
সাবেক শিক্ষার্থী
রসায়ন বিভাগ,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
সাবেক শিক্ষার্থী
রসায়ন বিভাগ,
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply