ক্যাম্পাসপরীক্ষা খবরসাধারন এবং অন্যান্য

সশরীরে পরীক্ষা নেবে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধসহ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে করা হয়েছে। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো তাদের মত করে সিদ্ধান্ত নিতে পারবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে করলেও সশরীরে পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আবাসিক হল চালু রেখে ঘোষিত এবং চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল,ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে।

পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহণ সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ক্লাস অনলাইনে চলবে ও ঘোষিত পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষা, আবাসিক হল ও অফিস চালু থাকবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ভর্তির কার্যক্রম চলমান থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সভা, সমাবেশ, জনসমাগম না করতে শিক্ষার্থীদের অনুরোধ করেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, হল বন্ধ করা মানে শিক্ষার্থীদের কষ্ট বেড়ে যাওয়া। হল বন্ধ করলে সুস্থ জায়গা থেকে বের করে অসুস্থ জায়গায় শিক্ষার্থীদের ঠেলে দেওয়া হবে। এজন্য হলে খোলা রাখার পাশাপাশি সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম অফলাইন ও অনলাইনে চলমান থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো সশরীরে স্বাস্থ্যবিধি মেনে হবে। শনিবার (২২ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

গত রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি আকারে নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অফিশিয়াল কার্যক্রম সশরীরে বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। এছাড়া চলমান পরীক্ষাগুলো শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বিভাগে চলমান সেমিস্টার পরীক্ষা সশরীরে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যাবে। শুক্রবার (২১জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে জারি করা। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগে পরীক্ষা চলমান আছে, সে সমস্ত পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদের ডিনরা আলোচনা সাপেক্ষে সশরীরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পারিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও যেসব পরীক্ষা চলমান ছিল এবং সূচি ঘোষণা হয়েছিল সেগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরেই অনুষ্ঠিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬৯তম একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ঘোষিত সূচির পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে হল খোলা রেখে সশরীরে পরীক্ষা নেবে রাবি
আবাসিক হলসমূহ খোলা রেখে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপ-উপাচার্যদ্বয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের এসকল সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। এসময় তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাবিতে ২১ জানুয়ারি থেকে ৬ ফ্রেব্রæয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ যথা: বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।’

জনসংযোগ দপ্তরের প্রশাসক আরও বলেন, ‘আগামী দুই সপ্তাহ শিক্ষার্থীদেরকে নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানানো হলো। দাপ্তরিক প্রয়োজন ব্যতিত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ না করার জন্য বলা হলো। ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হলো।’

চলমান পরীক্ষা এবং আবাসিক হলগুলোর বিষয়ে জানতে চাইলে প্রশাসক বলেন, ‘অনলাইনে ক্লাস নেওয়া হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনলাইনে কোনো পরীক্ষা সম্পন্ন হয়নি। সুতরাং ইন্টারনেট অবকাঠামোর বাস্তবতায় অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ এখনও আমাদের হয়নি৷ এক্ষেত্রে বিভাগ স্বাধীন। বিভাগ মনে করলে পরীক্ষাসমূহ সশরীরে চালিয়ে যেতে পারবে। আর স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply