৯ এপ্রিল পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ জারি
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ২৪ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। এর আগে ৩১ মার্চ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ জারি করা হয়েছিল।
আরো পড়ুন- করোনার প্রভাবে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিশ্বব্যাপী করােনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ০৯ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ০৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, ইতােপূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছিল। এদিকে ৯ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়াও সরকারের সবশেষ সিদ্ধান্ত অনুসারে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটিতে থাকছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ।