ক্যারিয়ারশিক্ষা নিউজ

Google, Coursera এবং Udemy কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ

Commonwealth of Learning (COL) Skills for Work Programme এ প্রশিক্ষণার্থী মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে কমনওয়েলথভুক্ত দেশসমূহের বেকার/কর্মহীন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে Commonwealth of Learning (COL) Skills for Work program এর আওতায় প্রথম পর্যায়ের (First Cohort) প্রশিক্ষণ কর্মসূচি ১ এপ্রিল ২০২১ হতে শুরু হয়ে চলমান আছে যাহা ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে সমাপ্ত হবে।

আরো পড়ুন- বঙ্গমাতা প্রবন্ধ প্রতিযােগিতায় অংশ নিয়ে জিতে নিন ৫০ হাজার টাকা

প্রথম পর্যায়ে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার বিপরীতে বর্তমানে ৫০৭৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচিটি The Commonwealth of Learning (COL), Commonwealth Foundation and The Commonwealth Secretariat যৌথভাবে পরিচালনা করছে।

Commonwealth of Learning (COL) Skill for Work program Commonwealth কর্তৃক  Scholarship প্রদানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের (Second Cohort) প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১ অক্টোবর ২০২১ হতে শুরু হয়ে ৩১ মার্চ ২০২২ তারিখে সমাপ্ত হবে। উক্ত প্রশিক্ষণে (Google, Coursera ও Udemy কোর্স) অংশগ্রহণের জন্য বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার বিপরীতে প্রশিক্ষণী মনােনয়ন আবশ্যক।

প্রশিক্ষণার্থী মনােনয়নের ক্ষেত্রে নিন্মেক্ত বিষয় বিবেচনা করা হয়ে থাকে

• এই প্রােগ্রামটি কমনওয়েলথভুক্ত সকল দেশের বেকার/কর্মহীন নাগরিকগণের জন্য উন্মুক্ত;

• প্রতি সদস্য দেশ নির্ধারিত কোটা মােতাবেক অংশগ্রহণকারী মনােনয়ন দিতে পারবে;

• এই প্রােগ্রামের নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে (free & unlimited) অংশগ্রহণ করতে পারবে;

• কোর্সে মনােনয়নের ক্ষেত্রে ইংরজিতে যথাযথ দক্ষতা থাকা আবশ্যক;

• কোর্সে মনােনয়নের ক্ষেত্রে ইন্টারনেটসহ ল্যাপটপ/ডেক্সটপ/ স্মার্ট ফোন থাকা আবশ্যক;

• সদস্য দেশসমূহকে লিঙ্গ ভারসাম্য বজায় রেখে মনােনয়ন প্রেরণের জন্য বিশেষভাবে অনুরােধ করা হয়েছে;

• প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১ শতাংশ কোাটা সংরক্ষণ করা যাবে।

Commonwealth of Learning (COL) Skill for Work program এর লোকাল পাটনার হিসাবে Commonwealth কর্তৃক Better Future for Women প্রতিষ্ঠানটি মনােনীত এবং 2021-2023 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ । তারা Commonwealth এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, উক্ত কর্মসূচীতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মােঃ সেলিম হােসেন ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

Better Future for Women কর্তৃক Google, Coursera এবং Udemy কোর্সে প্রশিক্ষণার্থী মনােনয়নের আবেদন ছক Google Doc প্রস্তুত করা হয়েছে যা নিন্মরূপ:

COL- Grow with Google Scholarship application form – https://forms.gle/sL1FhGvumAfecmwi7

COL- Udemy Scholarship application form- https://forms.gle/QJYs5g3hGwtrU6iy5

COL·Coursera Scholarship Application Form- https://forms.gle/XRoiLwvq8mZKgPph9

Commonwealth of Learning (COL) Skills for Work Programme এ প্রশিক্ষণার্থী মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি

Google, Coursera এবং Udemy কোর্সে প্রশিক্ষণার্থী মনােনয়নের লক্ষ্যে আগামী ১৮- ৩১ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা উন্মুক্ত রেখে Google Doc এর মাধ্যমে প্রশিক্ষার্থীদের আবেদন ছক পূরনের/ আবেদন করার সুযােগ প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, আগামী ১ অক্টোবর ২০২১ হতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের (Second Cohort) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী মনােনয়ন সংক্রান্তে বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়ােজনীয় সহযােগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে৷

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply