ক্যারিয়ারশিক্ষা খবরশিক্ষা নিউজ

তরুণদের উদ্যোক্তা হওয়া এবং নিজেই অন্যকে চাকরি দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর

শুধুমাত্র একটা পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেই অন্যকে চাকরি দেওয়া জন্য তরুণ সমাজের কাছে আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্যোক্তা হওয়ার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন তিনি৷ রোববার (০৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আমাদের যুব সমাজের জন্য যেমন, স্টার্টআপ প্রোগ্রাম; এই স্টার্ট আপ পোগ্রামও কিন্তু আমরা নিচ্ছি। সেখান থেকেই কিন্তু সুযোগটা পাচ্ছে তার জন্য ব্যাজেটে আলাদা টাকাও ধরা রয়েছে৷ কাজেই উদ্যোক্তা হতে চাইলে যেকেউ হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র একটা পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেই অন্যকে চাকরি দেওয়া আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ হবে বাংলাদেশ। আর সেই লক্ষ্য অর্জনে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বড় শিল্পের পাশাপাশি আমাদের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তোলা দরকার। যাতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে অপর দিকে মানুষ যেন এই স্বল্প পুঁজি দিয়ে কিছু উৎপাদন করতে পারবে, বাজারজাত করতে পারবে, আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।

একইসাথে যেখানে সেখানে শিল্প না গড়ে সুনির্দিষ্ট জায়গায় শিল্প গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় আন্তর্জাতিক মানে পণ্য উৎপাদনের পাশাপাশি কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে সেভাবে পণ্য উৎপাদন করতে বলেন প্রধানমন্ত্রী।

এসময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে চারজন উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেয়া হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply