ক্যারিয়ার

বাংলাদেশ ব্যাংকের AD পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়

আসন্ন বাংলাদেশ ব্যাংকের AD সার্কুলার আসার আগেই পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয় সমূহ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

১. আর্টস ফ্যাকাল্টির সকল বিগত পড়ে ফেলুন
২. এফবিএস ফ্যাকাল্টির সকল বিগত পড়ে ফেলুন।
৩. জিম্যাট এর সিলেক্টেড চ্যাপ্টার এর ম্যাথ (আমি একটা পিডিএফ ফাইল দিব পরে)
৪. জব সল্যুশনের ২০১০-২০২১ এর সকল বাংলা, কম্পিউটার এবং ইংরেজি পড়ে ফেলবেন
৫. ২০০১-২০২১ এর সকল বিগত পরীক্ষার রিটেন ম্যাথ (আমি পরে একটি পিডিএফ দিব)
৬. বিষয়ভিত্তিক বা পূর্নাঙ্গ মডেল টেস্ট বাসায় বা কোচিং এ বসে দিবেন।

টর্ট আইন

৭. যেসকল বিষয় বা টপিক বুঝেন না, বা জানেন না, সেগুলো ইউটিউব বা ভালো মেন্টর বা যেভাবেই পারেন শিখে ফেলুন।
৮. গাইডলাইন এর জন্য অফ্লাইন বা অনলাইন এর প্রতিটি সেমিনার এ অংশগ্রহণ করবেন, ১/২টা জিনিস নতুন করে ধারনা পাবেন।
৯. একদম টপিক ধরে ধরে নোট করুন, যেটা বেশি কঠিন লাগে সেটা এই গ্রুপে পোস্ট করুন, খাতায় লিখে রাখুন, বইয়ে দাগিয়ে রাখুন।
১০. ইংরেজি/বাংলা প্রতিদিন অনুবাদ নিজে নিজে যেকোনো খান থেকে করুন। প্রতিদিন করতে হবে।
১১. ফোকাস রাইটিং বন্ধুদের সাথে বা পরিবারের সাথে বা যেকারো সাথে ডিস্কাস করুন। ডিস্কাশনে মনে থাকবে বেশি।
১২. প্রতিদিন ৮-১০ ঘন্টা পড়ুন, পেপার আর টিভি নিউজ মাস্ট।

১৩. কম্পিউটার এর জন্য বেসিক কোন কোর্স করুন, কী-বোর্ড কিনুন। বা কোথাও শিখুন। অনলাইনে বা ইউটিউবে দেখুন। নীলখেতে প্র্যাকটিকাল এক্সেল, ওয়ার্ড এইসবের বই পাওয়া যায়। ফ্রীল্যানসার বন্ধুদের থেকে বিভিন্ন ডাটাবেজ যেমনঃ mysql, java, oracle, css, html এইসব সম্পর্কে ধারনা নিন, পড়ার দরকার নাই।
১৪. ইংরেজি মাস্টার বইটা থেকে সিলেক্টেড টপিক পড়ুন।

১৫. বদঅভ্যাস গুলো যেমনঃ বেশি ঘুমানো, বেশি আড্ডা, বেশি স্বজনপ্রীতি, আলসেমি, বেশি ফেসবুকিং এইসব বাদ দিয়ে দিন।
আমরা ৩টি কারনে পারিনাঃ
১. বেশি পড়ি
২. একদম পড়িনা
৩. নিয়মিত পড়িনা

তাই সর্বোচ্চ প্রস্তুতি নিন। সবাই যেন আপনার রেজাল্ট কে দৃষ্টান্ত হিসেবে দেখে।

ধন্যবাদান্তে,

রাহাত এম হক

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply