ক্যারিয়ারশিক্ষক নিবন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় গুচ্ছের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় গুচ্ছের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) প্রাথমিক শিক্ষা অধিদফতর ডিপিই প্রথম গুচ্ছের তিন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই গুচ্ছে তিনটি বিভাগ হচ্ছে বরিশাল, রংপুর ও সিলেট। দ্বিতীয় গুচ্ছে রয়েছে খুলনা ময়মনসিংহ ও রাজশাহী। এবং তৃতীয় ও সর্বশেষ গুচ্ছের অন্তর্ভুক্ত রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

প্রথম গুচ্ছের বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের শূন্যপদে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই গুচ্ছের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। এরপর দ্বিতীয় গুচ্ছেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সর্বশেষ তৃতীয় গুচ্ছের বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই বা আগস্টে। তবে পরীক্ষা একমাস আগে বা পরে অনুষ্ঠিত হলেও ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমেই শেষ হবে এই প্রক্রিয়া।

সারা দেশে এক যোগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেয়া এবং ফল প্রকাশ করা অনেকটাই জটিল। কিন্তু এবার যেভাবে গুচ্ছভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে এবং ভিন্ন ভিন্নভাবে ফল প্রকাশ করার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে এটা খুবই ভালো চিন্তা। এতে একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে তেমনি অনিয়ম বা কারচুপি হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে। মোট কথা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রকার সন্দেহ বা সংশয়ের কোনো সুযোগ থাকবে না।

নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতেই মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেয়া শুরু হয়েছে। গুচ্ছভিত্তিক নিয়োগ হওয়ায় এবারই প্রথম সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা ও ফল প্রকাশ করা হচ্ছে না। মোট তিন গুচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী মে মাসে প্রথম গুচ্ছের লিখিত পরীক্ষা দিয়ে শুরু হবে। আর ২০২৪ সালের ফেব্রুয়ারি নাগাদ সর্বশেষ গুচ্ছের চূড়ান্ত ফলাফল দিয়ে শেষ হবে এই প্রক্রিয়া। গুচ্ছভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বিষয়ে গত ২৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছিলেন, ‘আগামী দুই সপ্তাহে আরো দু’টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় গুচ্ছের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)
সেই কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম গুচ্ছের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী মে মাসে। জুনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে আগস্টেই মৌখিক পরীক্ষা। এরপর সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করতে চায় ডিপিই। আর দ্বিতীয় গুচ্ছের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগস্টের মাঝামাঝি। আগস্টের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে অক্টোবরে হতে পারে মৌখিক পরীক্ষা। এরপর নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া তৃতীয় গুচ্ছের লিখিত পরীক্ষা হতে পারে অক্টোবরে। নভেম্বরে ফল প্রকাশ শেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে মৌখিক পরীক্ষা। এরপর ফেব্রুারিতে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করেছে ডিপিই।

এখন পর্যন্ত নিয়োগের জন্য আট বিভাগের অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৭ হাজার ৪৬৩। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ১ হাজার ৩৬৫ আর সবচেয়ে কম সিলেট বিভাগে ৪১১টি। এ ছাড়া বরিশালে ৮৭১, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮ এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১টি। তবে শূন্য পদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ডিপিই সূত্র জানিয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply