জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যশিক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য ২০২০-২০২১ র্শিক্ষাবর্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য ২০২০- ২০২১ র্শিক্ষাবর্ষ নিয়ে আলোচনা করা হবে। আশাকরি চলতি মাসে ভর্তি সার্কুলার প্রকাশিত হবে। তবে আবেদন সহ জরুরী কিছু তথ্য নিম্নে দেয়া হল।
► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবে এবং আবেদনের যোগ্যতা সম্পর্কে কিছু ধারনা দেওয়া হল নিম্নরূপ

► আবেদনের যোগ্যতাঃ ২০২০-২১ র্শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির যোগ্যতা।

২০২০-২১ সেশনে অনার্সে ভর্তি শুরু ,খুবশীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার বের হবে বের হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট এ পোস্ট করা হবে সুতরাং আমাদের ওয়েবসাইট এর সাথে থাকুন।

২০২০-২১ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
এসএসসি পাশের সনঃ ২০১৭এবং ২০১৮।
এইচএসসি পাসের সনঃ ২০১৯ এবং ২০২০।

মানবিক শাখার জন্যঃ
এসএসসিঃ ২.৫০
এইচএসসিঃ ২.৫০

সাইন্স এবং কমাসঃ
এসএসসিঃ ৩.০০
এইচএসসিঃ ২.৫০

উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না।পূর্বে নিয়ম অনুযায়ী।

► শিক্ষার্থী প্রথমে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে।

বিঃদ্রঃ প্রথম অবস্থায় চান্স না পেলে পরবর্তীতে ৫টি কলেজে আবেদন করতে পারবে।এর পর ১০টি কলেজে অাবেদন করতে পারবে হতাশ হওয়ার কিছুই নেই।

► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবেঃ

১.এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কেমন পয়েন্ট আছে।
২.এমন কলেজ চয়েজ তালিকায় রাখতে হবে যেন প্রথম অবস্থাতেই চান্স হয়ে যায়।
৩.বিষয় চয়েজ করার সময় পছন্দের বিষয় গুলো প্রথম তালিকায় রেখে বাকী গুলা দিতে হবে।

► যাদের মোট পয়েন্ট ৬ এর কম আছে তারা ভালো কলেজে অাবেদন না করাই উত্তম ।
অথবা ডিগ্রী তে ভালো কলেজে ভর্তি হয়ে যেতে পারো।

► যাদের মোট পয়েন্ট ৬-৭ এর মধ্যে তারা অনেক ভালো কলেজ এবং ভালো বিষয় দিয়ে চয়েজ করলে চান্স হবে না।
এজন্য প্রথমে নরমাল কলেজে চয়েস করা যেতে পারে। হোক সেটা বেসরকারি কলেজ। কেননা সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা মাত্র ৪০%।

► আবার যাদের মোট জিপিএ পয়েন্ট ৭.৫০ থেকে ৮.০০ আছে- তারা মোটামুটি ভালো কলেজ চয়েস করতে পারেো।তাদের চান্স পাওয়ার সম্ভাবনা ৮০% থাকে।

► যাদের মোট জিপিএ পয়েন্ট ৮-১০ আছে তাঁরা একদম ভালো কলেজে ভালো বিষয় চেয়জ করে আবেদন করতে পারো।

► আবেদন করতে লেট করলে পরে নিজেকেই প্রস্তাতে হবে।একই কলেজে আবেদন কারীদের মধ্যে যাদের ফলাফল ভালো তারাই প্রথম সুযোগ পাবেন।

► উল্লেখ্য যে ইংরেজি/গণিত বিষয় পেতে চাইলে অবশ্যই যেন মোট ৯ পয়েন্ট থাকে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পেতে চাইলে মোট পয়েন্ট থাকতে হবে ৮.৫০-১০।

→এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন করার সময় দেখতে পারবে কি কি সাবজেক্ট আছে আপনার সিলেক্ট করা কলেজে।এবং আপনার গুরুপ ও পয়েট অনুপাতে সাবজেক্টগুলো শো করবে।

Collect information

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য ২০২০-২০২১ র্শিক্ষাবর্ষ

  • Meherin Muhsinat

    বিজ্ঞান বিভাগ থেকে ৮.২নিয়ে সাইকোলজিতে চান্স পাবার সম্ভাবনা কত %??

    Reply

Leave a Reply