শিক্ষা খবরশিক্ষা নিউজ

দুর্নীতি দমন কমিশন প্রবেশপত্র ACC Court Inspector Admit Card 2022 – acc.teletalk.com.bd

দুর্নীতি দমন কমিশন প্রবেশপত্র ACC Court Inspector Admit Card 2022 – acc.teletalk.com.bd, দুদক কোর্ট ইন্সপেক্টর অ্যাডমিট কার্ড ২০২২ – লিঙ্কে এখনই ডাউনলোড acc.teletalk.com.bd। দুর্নীতি দমন কমিশন অ্যাডমিট কার্ড ডাউনলোড www.acc.org.bd। পদের জন্য অ্যাডমিট কার্ড : কোর্ট ইন্সপেক্টর। শুধু আপনার ব্যবহারকারী, এবং পাসওয়ার্ড পূরণ করুন এবং সাবমিট ক্লিক করুন।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

দুর্নীতি দমন কমিশন প্রবেশপত্র ACC Court Inspector Admit Card 2022 – acc.teletalk.com.bd

ACC Court Inspector Admit Card: http://acc.teletalk.com.bd/acc_2022

দুর্নীতি দমন কমিশন প্রবেশপত্র ACC Court Inspector Admit Card 2022 – acc.teletalk.com.bd

দুদক কোর্ট ইন্সপেক্টর পরীক্ষার নতুন স্থান:
১. খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও চৌরাস্তা, খিলগাঁও, ঢাকা।
রোল: 11000001 থেকে 11004000
২. শেখ বুরহানউদ্দিন কলেজ, ৬২ নাজিমউদ্দিন রোড, ঢাকা।

রোল: 11004001 থেকে 11006000

দুটি নতুন ভেন্যুর অধীনে আবেদনকারীদের অ্যাডমিট কার্ড (রোল 11000001 থেকে ১১০০৬০০০) পুনরায় ইস্যু করা হয়েছে। অনুগ্রহ করে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

দুদক কোর্ট ইন্সপেক্টর পরীক্ষার নির্বাচন পদ্ধতি:
(ক) সিলেকশন টেস্ট: প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই য়ের পর যোগ্য প্রার্থীদের ১০০ নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য ডাকা হবে। প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।

(খ) লিখিত পরীক্ষা: মোট ৩০০ নম্বরের নিম্নোক্ত ০৩টি বিষয়ের উপর লিখিত

 

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের কাভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে অবিলম্বে নিবন্ধন ও ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, শিক্ষা প্রতিষ্ঠান খােলার পূর্বে সকল শিক্ষক-কর্মচারীকে কোভিড-১৯ এর সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৎপ্রেক্ষিতে ইতােমধ্যে সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিন প্রদানের (www.surokkha.gov.bd) ‘শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের NID আপলোড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন ৪০ বছরের নীচের শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা ওয়েবসাইটে ঢুকে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে নিজ নিজ NID দিয়ে নিবন্ধন করতে পারবেন।.’শিক্ষা প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে ‘শিক্ষক এবং ‘কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ নামে ২টি সাব-কলাম রয়েছে।

এমতাবস্থায়, “শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে যার জন্য যেটা প্রযোজ্য সেটাতে নিবন্ধনপূর্বক সকল শিক্ষক-কর্মচারীকে অবিলম্বে ‘কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply