জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ (২০২০-২০২১)সেশন এর ১ম বছরে যা যা থাকছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ (২০২০-২০২১)সেশন এর ১ম বছরে যা যা থাকছে।

->> ১ম ইনকোর্স পরিক্ষা ।
->> ২য় ইনকোর্স পরিক্ষা ।
->> টেস্ট পরিক্ষা ।
->> ফাইনাল পরিক্ষা ।
->> ইনকোর্স পরিক্ষা কি ?
সহজ ভাষায় বলতে গেলে স্কুলে যে ১ম সাময়ীক ২য় সমায়ীক পরিক্ষা দিয়েছেন ঠিক এরকমই ইনকোর্স পরিক্ষা তবে ২০% নাম্বার যোগ হবে ফাইনাল পরীক্ষায়।

ক্লাস শুরু হওয়ার পর থেকে ৩মাসের মধ্যে শিক্ষক যতটুকু অধ্যায় পড়াবেন ঐ অতটুকু অধ্যায়ের ওপর ভিত্তি করে ৩ মাস পর ১টি পরিক্ষা নিবেন যার নাম ইনকোর্স পরিক্ষা। এ পরিক্ষার প্রশ্ন শিক্ষক নিজে তৈরে করেন। এ পরিক্ষা জাবি অনুযায়ী ২০ মার্কের।যার মধ্যে ক্লাসে উপস্থিতি জন্য ৫ নম্বর বরাদ্দ তবে এটিকে পরিক্ষার মধ্যে যোগ করে দেয়া হয়েছে।

মানবন্টনঃ
সময় ১ ঘন্টা।
=>অতি সংক্ষিপ্ত ৮টি থাকবে ৬টি দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান ১। ৬১=৬
=>সংক্ষিপ্ত প্রশ্ন ২টি থাকবে ১টি দিতে হবে। প্রশ্নের মান ৪ । ৪
১= ৪

=>বড় প্রশ্ন ২টি থাকবে ১টি দিতে হবে। প্রশ্নের মান ১০। ১০*১ =১০ মোট= ২০
এই পরিক্ষার নম্বর ফাইনাল পরিক্ষায় যোগ হয়।ফাইনাল পরিক্ষায় এই নম্বর খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।ভাল রেজাল্টের জন্য এর ভূমিকা লিখে বলতে পারবো না। এই নম্বরটা স্যারদের হাতে থাকে ।তারা
চাইলে কম বা বেশি দিতে পারেন। ।যদি আপনার কলেজ এই নম্বর জাবিতে না দেয় তবে আপনার রেজাল্ট আসবে না।

২য় ইনকোর্স
১ম ইনকোর্সের ৩ মাসের মধ্যে ২য় ইনকোর্স পরিক্ষা শুরু হয়।অনুরূপ ১ম ইনকোর্সের ন্যায়। (কোনটার মার্ক দিবে সেটা কলেজ নির্ধারণ করে)

টেস্ট পরিক্ষা
ফর্ম ফিলাপের আগে বা ফর্ম ফিলাপ চলাকালীন অবস্থায় টেস্ট পরিক্ষা অনুষ্টিত হয়।এ পরিক্ষা ৮০ মার্কের হবে। এটিতে পাশ বা ফেইল করলে কোনো প্রকার ফাইন বা ফর্ম ফিলাপে বাধা আসবে না। প্রস্তুতিমূলক পরিক্ষা এটি।

ফাইনাল পরিক্ষা
ফর্ম ফিলাপের ১ বা ২ মাসের পর ফাইনাল পরিক্ষা শুরু হয়। পরিক্ষা ডেট ও রুটিন ১সাথে পরিক্ষা ১৫ থেকে ১মাস আগে প্রকাশ করা হবে এবং পরিক্ষার ৭ দিন আগে এডমিট কার্ড দিবে। প্রতি পরিক্ষার মাঝে গ্যাপ থাকে ১দিন থেকে ৭ দিন পর্যন্ত। রেজাল্ট দিবে ২+মাসের পর।

উপরক্ত যা লিখলাম তা ছিলো জাবি কার্যক্রম।অসংখ্য কলেজ এইটা ফলো করে না।অর্থ্যাৎ তার নিজ সুবিধা মত ইনকোর্স ও টেস্ট পরিক্ষা নিয়ে থাকে। বিশেষ করে বেসরকারি কলেজ।আর সরকারিতে ২ মাসের পরেই ঝামেলা শেষ করে।কিছু কলেজে ইনকোর্স পরিক্ষা না দিলে স্যারেরা নাম্বারি দেয়না আবার কিছু কলেজে জরিমানা নিয়ে নম্বর দিয়ে দেয়। টেস্ট পরিক্ষা না দিলে আপনাকে পরিক্ষার ফি দিতে হবে।

আপনাদের ১০০ মার্কের পরিক্ষা হবে।যার মধ্যে ৮০ মার্কের পরিক্ষা ফাইনালে এবং ২০ মার্ক ইনকোর্স কলেজে। এর মধ্যে পাশ মার্ক ৪০। ৮০ এর মধ্যে ৩২ এবং ২০ এর মধ্যে ৮।

বিঃদ্রঃ পৃথক পৃথক পাশ করতে হবে।
ফাইনাল পরিক্ষার মানবন্টনঃ সময় ৪ঘন্টা :
=> অতি সংক্ষিপ্ত ১২টা থাকবে ১০টা দিতে হবে। ১০১=১০
=>সংক্ষিপ্ত ৮ টা থাকবে ৫ টা দিতে হবে। ৪
৫=২০
=>বড় প্রশ্ন ৮টা থাকবে ৫টা দিতে হবে। ৫*১০=৫০

মোট=৮০

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply