শিক্ষা খবর

মুসলিম আইন অনুসারে বিবাহিতা স্ত্রীলোক যেসব কারণে বিবাহ বিচ্ছেদের ডিক্রি পাওয়ার অধিকারিণী হয়

মুসলিম আইন অনুসারে কোন বিবাহিতা স্ত্রীলোক নিম্নেলিখিত এক বা একাধিক কারণে তাহার বিবাহ বিচ্ছেদের ডিক্রি পাওয়ার অধিকারিণী হইবে। যথাঃ

(১) চার বৎসর কাল পর্যন্ত স্বামী নিখোঁজ।

(২) দুই বৎসর কাল পর্যন্ত স্বামী তাহাকে ভরণপোষণ প্রদানে অবহেলা করিয়াছে বা ব্যর্থ হইয়াছে।

(২) (ক) ১৯৬১ সনের মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিধান অমান্য করিয়া স্বামী অতিরিক্ত স্ত্রী গ্রহণ করিয়াছে।

(৩) সাত বৎসর বা ততোধিক সময়ের জন্য স্বামী কারাদন্ডে দন্ডিত হইয়াছে।

(৪) যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামী তিন বৎসর কাল যাবৎ তাহার বৈবাহিক দায়িত্ব পালনে ব্যর্থ হইয়াছে।

(৫) বিবাহের সময় স্বামী পুরুষত্বহীন ছিল এবং তাহার ঐরুপ অবস্থা অব্যহত আছে।

(৬) দুই বৎসর পর্যন্ত স্বামী অপ্রকৃতিস্থ রহিয়াছে বা কুষ্ঠরোগ অথবা মারাত্বক যৌন রোগে ভুগিতে থাকে।

(৭) বয়স ১৬ বৎসর পুর্ণ হইবার আগে তাহাকে তাহার বাবা অথবা অন্য কোন অভিভাবক বিবাহ দিয়াছে ও বয়স ১৮ বৎসর পুর্ণ হইবার আগে সে (স্ত্রীলোক) উক্ত বিবাহ নাকচ করিয়াছে। শর্ত থাকে যে, বিবাহে যৌন মিলন ঘটে নাই।

(৮) স্বামী-স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করে; যেমন-

ক) তাহাকে স্বভাবতঃই আক্রমণ করে বা নিষ্ঠুর আচরণের মাধ্যমে তাহার জীবন দুর্বিসহ করিয়া তোলে- ঐরূপ আচরণ শারিরীক নির্যাতন নাও হয়, বা

খ) খারাপ চরিত্রের নারীগণের সংগে থাকে অথবা ঘৃণ্য জীবন-যাপন করে; বা

(গ) তাহাকে নৈতিকতাহীন জীবন-যাপনে বাধ্য করিতে চেষ্টা করে; বা

(ঘ) তাহার সম্পত্তি হস্তান্তর করে বা উক্ত সম্পত্তিতে তাহার আইনসঙ্গত অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে; বা

(ঙ) তাহাকে তাহার ধর্ম বিশ্বাস অথবা ধর্ম চর্চায় বাধা প্রদান করে; বা

(চ) যদি তাহার একাধিক স্ত্রী থাকে তবে কোরআনের নির্দেশ অনুযায়ী সে তাহার সঙ্গে ন্যায়সঙ্গতভাবে ব্যবহার না করে;

(৯) মুসলিম আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের নিমিত্ত বৈধ বলিয়া স্বীকৃত অপর কোন কারণে তবে শর্ত থাকে যে,

ক) দন্ডাদেশ চুড়ান্ত না হওয়া পর্যন্ত ৩নং উপধারায় বর্ণিত কারণে ডিক্রি দেওয়া হইবে না।

খ) ১নং উপধারায় বর্ণিত কারণে দেওয়া ডিক্রি উহার তারিখ হইতে ৬ মাস কাল পর্যন্ত কার্যকর হইবে না; এবং স্বামী যদি উক্ত সময়ের মধ্যে ব্যক্তিগতভাবে বা কোন ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হইয়া আদালতকে সন্তোষজনক উত্তর দেয় যে, সে দাম্পত্য দায়িত্ব পালনে প্রস্তুত আছে তবে আদালত উক্ত ডিক্রি নাকচ করিবেন; এবং

গ) ৫নং উপধারায় বর্ণিত কারণে ডিক্রি দেওয়ার পূর্বে আদালত স্বামীর আবেদনক্রমে তাহাকে আদেশ প্রদান করিতে পারেন যে, অত্র আদেশের তারিখ হইতে ১ বৎসর কালের মধ্যে সে আদালতের নিকট সন্তোষজনকভাবে প্রমান করিতে হইবে যে, সে পুরুষত্বহীনতা হইতে আরোগ্যলাভ করিয়াছে; এবং যদি স্বামী উক্ত সময়ের মধ্যে ঐরূপে আদালতকে সন্তুষ্ট করিতে পারে তবে উক্ত কারণে কোন ডিক্রি দেওয়া হইবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply