শিক্ষা খবরশিক্ষা নিউজ

সংক্রমণ কমে গেলে চলমান বিধিনিষেধ তুলে নেওয়া হবে

সংক্রমণ কমে গেলে চলমান বিধিনিষেধ তুলে নেওয়া হবে। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত নির্দেশনা কার্যকর থাকবে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে চলমান বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

 

এর আগে, গত বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ একাধিক নির্দেশনার কথা জানানো হয়।এদিকে, দেশে গেল কয়েকদিনে তুলনামূলকভাবে করোনা শনাক্তের হার কমতে শুরু করেছে।

 

দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এ ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যাটা ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ। এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খুরশীদ আলম।

 

এসময় তিনি নতুন করে আর বিধিনিষেধ দেয়া হবে না বলেও জানিয়েছেন।অধ্যাপক খুরশীদ আলম বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধিনিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো। তিনি জানান, ‘‘নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। এছাড়া আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।’’

 

Ongoing restrictions will be lifted once the infection is reduced. The imposed instructions will remain in effect until the new instructions arrive. Saturday (February 05) at noon, the Director-General of the Department of Health, Professor. Abul Basar Mohammad Khurshid Alam has given this information. Ongoing restrictions will be lifted once coronavirus infection is reduced.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply