শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চ মাধ্যমিকে ইংরেজি পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যুক্ত

উচ্চ মাধ্যমিকে ইংরেজি পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যুক্ত। জানা গেছে, ইংরেজিতে নতুন অন্তর্ভুক্ত পাঠে জীবন ব্যবস্থা, নারীর অগ্রগতি ও সাহসিকতাসহ বিভিন্ন অধ্যায় যুক্ত করা হয়েছে। এজন্য আগের চেয়ে ইংরেজি বইয়ের পৃষ্ঠার সংখ্যা বেড়েছে। ফলে বইটির দামও আগের তুলনায় পাঁচ টাকা বাড়ানো হয়েছে। তবে অন্যান্য বইয়ের দাম আগের মতো রয়েছে। সরকার এবারে প্রতিষ্ঠানগুলোকে ৪২ লাখ বই ছাপানোর অনুমতি দিয়েছে। ২ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ পাঠ্যবই বাজারজাত কার্যক্রম উদ্বোধন করার কথা আছে।

 

সরকারের ইতঃপূর্বের ঘোষণা অনুযায়ী, ২ মার্চ একাদশ শ্রেণির সশরীরে ক্লাস শুরু হবে। সাধারণত ক্লাস শুরুর আগে বাজারে পাঠ্যবই পাঠানো হয়। কিন্তু এনসিটিবির অধীনে থাকা বইগুলোর কাজ পাওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর অনুরোধে এবার ক্লাস শুরুর একদিন পরে বাজারে যাচ্ছে। মূলত আগে বাজারে বই অসাধুরা নকল করে বেচে। এ কারণে এই পদক্ষেপ। অধ্যাপক ফরহাদ বলেন, প্রথমদিন সারা দেশে পরিচিতি পর্ব (ওরিয়েন্টেশন) থাকে। সেদিন সাধারণত ক্লাস হয় না। তাই একদিন পরে বাজারে বই গেলে খুব সমস্যা হবে বলে মনে হয় না।

 

উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রথমপত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। দুর্বোধ্য হওয়ায় বইটির কিছু গল্প-প্রবন্ধ ছাত্রছাত্রীদের কম আকর্ষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক গবেষণায় এ চিত্র উঠে আসে। ওই গবেষণার সুপারিশের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট অংশ বাদ দিয়ে নতুন পাঠ যুক্ত করা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এবার পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আছে এক হাজার ৩০০ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডের ৫৪৪ জন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়। ৮ জানুয়ারি থেকে মোট তিন দফায় ভর্তির অনলাইন আবেদন নেয়া হয়। এ ধাপে ভর্তিসংক্রান্ত বিস্তারিত শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আছে।

 

New chapters were added to English textbooks in higher secondary. It is learned that various chapters have been added to the newly incorporated text in English, including life system, women’s progress, and bravery. For this reason, the number of pages of English books has increased more than before. As a result, the price of the book has also been increased by 5 rupees compared to the previous one. However, the price of other books remains the same as before. The government has allowed companies to print 4.2 million books this time. On March 2, Education Minister Dr. Deepu Mani is scheduled to inaugurate the textbook marketing activities.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply