শিক্ষা খবর

নবম দশম শ্রেণী বাংলা সহপাঠ বই পিডিএফ ডাউনলোড SSC Bangla Shahopat Book PDF Download মাধ্যমিক বই ডাউনলোড pdf

নবম দশম শ্রেণী বাংলা সহপাঠ বই পিডিএফ ডাউনলোড SSC Bangla Shahopat Book PDF Download মাধ্যমিক বই ডাউনলোড pdf শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, চলতি সপ্তাহে মাধ্যমিক স্তরে পুরোদমে ক্লাস শুরু হবে। তবে এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা জারি করা হয়নি। ফলে এখন এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যেতে পারছে না। এ ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন।

সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়েছে। দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী আগামী ১৫ মার্চ থেকে। সপ্তাহে দু’দিন তাঁদের ক্লাস চলবে। এখন মাধ্যমিক স্তুরে পুরোদমে ক্লাস শুরুর পরিকল্পনা করছে সরকার। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরোপুরে ক্লাস শুরু করতে টিকার বিষয়টি সামনে চলে এসেছে। আগে ১২ বছরের বেশি বয়সীরা দুই ডোজ টিকা দিলে স্কুলে যেতে পারবে বলে ঘোষণা দেওয়া হয়।

নবম দশম শ্রেণী বাংলা সহপাঠ বই পিডিএফ ডাউনলোড SSC Bangla Shahopat Book PDF Download মাধ্যমিক বই ডাউনলোড pdf

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

New Bangla Version Book PDF

English Version Book PDF

কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ৩০ লাখ শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা পায়নি বলে জানা গেছে।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমামুল হক গণমাধ্যমকে বলেন, ‘মাধ্যমিকের সবার জন্য এখনো পুরোদমে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহ নাগাদ এ বিষয়ে নির্দেশনা জানা যাবে।’এর আগে বুধবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রাক-প্রাথমিকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে প্রতি রোববার ও মঙ্গলবার ক্লাস হবে বলে জানানো হয়েছে।

The government is planning to start classes in full swing. On January 4, the education minister announced that classes at the secondary level will start in full swing this week. However, no instructions have been issued in this regard yet. As a result, now students other than SSC-HSC students are not able to go to school every day. A decision in this regard will be taken next week, according to ministry officials.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply