শিক্ষা খবর

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জে। নিজ জেলায় পরীক্ষার দাবি জানিয়েছেন প্রার্থীরা। এ দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন

এ সময় হাসিবুল শেখ, নিকুঞ্জ বিশ্বাস, শিউলি কর্মকার, চন্দ্রা দাস-সহ অনেকে বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এমনিতেই বেকার, অর্থনৈতিক সমস্যায় আছি। অনেক নারী পরীক্ষার্থী বিবাহিত, তাদের অনেকের ছোট সন্তান রয়েছে। অনেকে আবার সন্তান সম্ভবা হওয়া ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর। আমাদের মত বেকারদের পক্ষে ঢাকায় যাতায়াত খরচ, থাকা খাওয়া খরচ বহন করা অসম্ভব। নিজ জেলায় পরীক্ষা হলে আমরা সবাই তাতে অংশগ্রহণ করতে পারব। আমরা সরকারের কাছে দাবি করছি যেন নিজ জেলায় পরীক্ষা দিতে পারি এবং সবাই অংশগ্রহণ করতে পারি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply