শিক্ষা খবর

ঢাবির ‘ঘ’ ইউনিট ভর্তি রেজাল্ট 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University D Unit Result DU Admission

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল আগামী মঙ্গলবার (৫ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব কাগজপত্র ইতোমধ্যে উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের জন্য সামজিক বিজ্ঞান অনুষদ থেকে ফলাফলের একটি খসড়া উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। এই কাগজপত্র প্রশাসন-৪ শাখা থেকে কিছুক্ষণের মধ্যে অনলাইন ভর্তি কমিটির কাছে পাঠানো হবে। এরপর অনলাইন ভর্তি কমিটি ফল আপলোডের কাজ শুরু করবেন।

ঢাবির ‘ঘ’ ইউনিট ভর্তি রেজাল্ট 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University D Unit Result DU Admission

ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপাচার্য দপ্তর থেকে এখনো আমাদের কাছে ‘ঘ’ ইউনিটের ফলাফল সংক্রান্ত কাগজপত্র এসে পৌঁছায়নি। আজ কাগজপত্র চলে আসলে আগামী মঙ্গলবার এই ইউনিটের ফল প্রকাশ করা হবে। কোনো কারণে আজ কাগজপত্র না আসলে ফল বুধবার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট । আজ রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত আজকের সিন্ডিকেটের ওই সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্গঠিত চারটি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামের সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এই অনুমোদন দেওয়া হয়৷

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায়ও এ সিদ্ধান্তটি অনুমোদন দিয়েছে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মতো আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষেও পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে৷ তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট, পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ এর সঙ্গে বদলে যাবে ইউনিটগুলোর নামও৷

The decision to cancel the ‘D’ unit of Dhaka University. the final. Accordingly, it has been decided to cancel the ‘D’ unit of the Faculty of Social Sciences of Dhaka University (DU) admission test. The decision was taken at a regular meeting of the syndicate, the highest policy-making forum of the university, on Sunday (March 27).

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply