শিক্ষা খবর

পিএইচডি কোর্সে ফেলােশিপের জন্য আবেদন আহ্বান

২০২১-২০২২ অর্থবছরে ট্রাস্টের পিএইচডি কোর্সে ফেলােশিপের জন্য আবেদন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দেশের অভ্যন্তরীণ সরকারী বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চতর শিক্ষায় (পিএইচডি) ফেলােশিপ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

গবেষণার অধিক্ষেত্র :

• সামাজিক বিজ্ঞান (Social Science)

• কলা ও মানবিক (Arts & Humanities)

• ব্যবসায় শিক্ষা (Business Studies)

• সমুদ্র বিজ্ঞান (marine science)

• আইন (Law)

• ভৌত বিজ্ঞান (Physical Science)

• ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (Engineering & Technology)

• বিজ্ঞান (Science)

• জীব বিজ্ঞান (Biological Science)

• শিক্ষা ও উন্নয়ন (Education & Development)

• চিকিৎসা (Medicine)

• চারুকলা (Fine Arts)

• কৃষিবিজ্ঞান (Agricultural Science)

• মাদ্রাসা শিক্ষা (Madrasha Education)

পিএইচডি কোর্সে ফেলােশিপের জন্য আবেদন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের নিয়ম ও শর্তাবলি:

• ২০২১-২২ অর্থবছরে ট্রাস্ট থেকে পিএইচ.ডি কোর্সে ফেলােশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকায় বর্ণিত শর্ত, যােগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক শুধুমাত্র পিএইচ.ডি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে( www.eservice.pmeat.gov.bd/mnp) আবেদন করবেন।

• আগামী ২৮ এপ্রিল ২০২২ তারিখ অফিস চলাকালীন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

• সমগ্র শিক্ষা জীবনে নুন্যতম ২টি প্রথম বিভাগ (জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০) থাকতে হবে। বৃত্তির জন্য আবেদন জমাদানের তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

• আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোেগ্যতার সত্যায়িত অনুলিপি (সনদ ও মার্কশিট) ও পিএইচ.ডি. রেজিস্ট্রেশন নম্বরের কপি সংযােজন করতে হবে।

• আবেদনকারী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান/পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।

• কর্তৃপক্ষ যে কোনাে সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যে কোনাে ফেলাের আবেদন বিবেচনা/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

• যে কোনাে প্রয়ােজনে নিম্নবর্ণিত ফোন নম্বরে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply