শিক্ষা খবর

ই-পাসপোর্ট করতে যা প্রয়োজন 2022 What is required to make an e-passport

ই-পাসপোর্ট করতে যা প্রয়োজন 2022 What is required to make an e-passport. কোনো ধরনের ঝামেলা ছাড়াই মিলছে ই-পাসপোর্ট। কারণ এই পাসপোর্টের জন্য আপনাকে দাঁড়াতে হচ্ছে না লম্বা লাইনে। দালালের খপ্পর বা পাসপোর্ট অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা লাগছে না। সহজেই অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে আপনি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন। কিভাবে আবেদন করবেন তা নিয়েই আজকের আয়োজন।

 

ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। অথবা পিডিএফে ফরমেটে ডাউলোড করেও ফরম পূরণ করা যাবে।নতুন ই-পাসপোর্ট করতে হলে কিছু কাগজ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। সেগুলো হলো-এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটো কপি, পরিচয়পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে। ১৮ বছরের কমবয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডি’র কপি জমা দিতে হয়।

 

ই-পাসপোর্ট পোর্টালে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জমা দিতে হবে অনাপত্তিপত্র-এনওসি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ অবসরের প্রমাণপত্র হিসেবে পেনশন দলিল দেখানোর কথা বলা হয়েছে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।

 

পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুরাতন পাসপোর্টের ফটোকপি, জিডি কপিসহ আবেদন দাখিল করতে হবে।

পাসপোর্ট করার নিয়ম ২০২২ পাসপোর্ট করতে কি কি লাগে পাসপোর্ট করার নিয়ম ও খরচ পাসপোর্ট আবেদন ফরম ২০২২ ই পাসপোর্ট করার নিয়ম পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২১ পাসপোর্ট তথ্য দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

ই-পাসপোর্ট করতে কত টাকা লাগবে

ই-পাসপোর্ট-এর তিন ধরনের ডেলিভারি আছে যেখানে আবেদনপত্র জমা দেয়ার পর থেকে নির্ধারিত কর্মদিবস পর ই-পাসপোর্ট হাতে পাওয়া যাবে।

১.  রেগুলার: ২১ কর্মদিবস

২. এক্সপ্রেস: ১০ কর্মদিবসে

৩. সুপার এক্সপ্রেস: দুই কর্মদিবস

৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি

রেগুলার: ৪ হাজার ২৫ টাকা

এক্সপ্রেস: ৬ হাজার ৩২৫ টাকা

সুপার এক্সপ্রেস: ৮,৬২৫ টাকা

৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি

রেগুলার: ৫ হাজার ৭৫০ টাকা

এক্সপ্রেস: ৮ হাজার ৫০ টাকা

সুপার এক্সপ্রেস: ১০ হাজার ৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি

রেগুলার: ৬ হাজার ৩২৫ টাকা

এক্সপ্রেস: ৮ হাজার ৬২৫ টাকা

সুপার এক্সপ্রেস: ১২ হাজার ৭৫ টাকা

৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট ডেলিভারি ফি

রেগুলার: ৮ হাজার ৫০ টাকা

এক্সপ্রেস: ১০ হাজার ৩৫০ টাকা

সুপার এক্সপ্রেস: ১৩ হাজার ৮০০ টাকা

 

ই-পাসপোর্টের আবেদন করতে হলে প্রথমে (www.epassport.gov.bd) এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে ঢুকে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে (Directly to online application) ক্লিক করতে হবে।

 

প্রথম ধাপে বর্তমান ঠিকানার জেলা শহরের নাম ও থানার নাম নির্বাচন করে ক্লিক করতে হবে। পরের ধাপে ব্যক্তিগত তথ্য সম্বলিত ই-পাসপোর্টের মূল ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। তৃতীয় ধাপে মেয়াদ ও পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ফি জমা দিতে হবে। এক্ষেত্রে যে কোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করা যাবে।

 

What is required to make an e-passport 2022 What is required to make an e-passport? An E-passport is available without any hassle. Because you do not have to stand in a long line for this passport. It does not seem to sit for hours in the broker’s grip or passport office. You can easily apply for an e-passport from anywhere online. Today’s event is about how to apply.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *