শিক্ষা খবরশিক্ষা নিউজ

USA উচ্চশিক্ষা যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন 2022 USA Higher Education: Apply for USA Visa 2022

USA উচ্চশিক্ষা যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন 2022| USA Higher Education: Apply for USA Visa 2022। যুক্তরাষ্ট্রে স্নাযুক্তরাষ্ট্রেতকোত্তর পর্যায়ের তুলনায় স্নাতক পর্যায়ে বৃত্তির সংখ্যা কম। তবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে তহবিল দেওয়া হয়। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে বিভিন্ন বহুজাতিক সংস্থা, প্রযুক্তিপ্রতিষ্ঠান, গবেষণাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানে চাকরির নানা সুযোগ আছে।

 

এছাড়া পড়ালেখা ও গবেষণায় ভালো করলে বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং, দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হয়। আবেদনের জন্য সাধারণত টোয়েফলে ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৭ স্কোর থাকতে হয়। ঢাকার আমেরিকান দূতাবাসের আমেরিকান সেন্টার থেকে বিস্তারিত জানা যাবে। ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org/apply

 

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদনে ভাষা দক্ষতার সনদ জমা দেওয়া নিয়মিত প্রক্রিয়ার অংশ। প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আবেদনের জন্য ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। টোয়েফল (টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ) পরীক্ষাটি ইংরেজি যাদের মাতৃভাষা নয়, এমন শিক্ষার্থীদের জন্য। স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে যারা যুক্তরাষ্ট্রে পড়ার চেষ্টা করছেন, তাদের জন্য এ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বছরের যেকোনো সময় এ পরীক্ষা দেওয়া যায়।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশ বা সিএসপির জন্য যোগ্য অন্য কোনো দেশের নাগরিক হতে হবে। বাংলাদেশি নাগরিক হলে অবশ্যই বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত হতে হবে। স্বেচ্ছাসেবী বা কর্মী হিসেবে সমাজভিত্তিক উন্নয়নকাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজ দেশের জনসমাজের পক্ষে কর্মরত শরণার্থী ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রে আগে পড়াশোনা, প্রশিক্ষণ বা গবেষণায় অংশ নিলে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চদক্ষতা থাকতে হবে। টোফেল বা আইইএলটিএসের স্কোর থাকতে হবে।

যুক্তরাষ্ট্রে বৃত্তি ছাড়া পড়ার সুযোগ আছে, কিন্তু সেটি বেশ ব্যয়বহুল। স্নাতক পর্যায়ে পড়তে গেলে ন্যূনতম ২০ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা) এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়তে হলে ন্যূনতম ১৭ হাজার ডলার (প্রায় ১৬ লাখ টাকা) খরচ হতে পারে। গণিত, পদার্থবিজ্ঞান, বায়োলজি অলিম্পিয়াডসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ, গবেষণাপত্র প্রকাশ, সম্মেলনে অংশগ্রহণ, বিতর্কচর্চা, ইন্টার্নশিপ বা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলে আপনার বৃত্তি পাওয়ার যথেষ্ট সুযোগ আছে।

ফেলোশিপে যা থাকবে
সিএসপি হলো নিজ নিজ জনসমাজের জটিল অর্থনৈতিক, পরিবেশগত, রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মরত সামাজিক নেতাদের জন্য বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রে একটি সমাজভিত্তিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর বা আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চার মাসব্যাপী ফেলোশিপ।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে ফেলোশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। সিএসপি কার্যক্রমের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে cspapply@irex.org ঠিকানায় মেইল করে জানা যাবে।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি, বৃত্তি ও কাজের সুযোগ সম্পর্কে জানার ওয়েবসাইট:

https://www.ou.edu/admissions/affordability/scholarships

https://www.finaid.txstate.edu/scholarships/international.html

https://www.usd.edu/Admissions-and-Aid/Financial-Aid/Types-of-Aid/Scholarships

https://www.ohio.edu/admissions/tuition/international-scholarships

https://www.k-state.edu/isss/resources/scholarships_kstate.html

 

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা ২০ ঘণ্টা “অন ক্যাম্পাস” কাজের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচির আওতায় পড়া শেষে ডিগ্রি–সংশ্লিষ্ট খাতে এক বছর কাজের জন্য ওয়ার্ক পারমিট পেতে পারেন। কেউ যদি বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও গণিতসংশ্লিষ্ট বিষয়ে পড়েন, তাহলে তিনি এ কর্মসূচির মাধ্যমে প্রায় তিন বছর কাজের অনুমতি পেতে পারেন।

 

USA Higher Education: Apply for USA Visa 2022. The number of scholarships at the undergraduate level in the United States is lower than at the post-graduate level in the United States. However, funds are provided by the university as per the need of the student. Many students from the country migrate to the United States every year for higher education and research. There are various job opportunities in the US starting from various multinational companies, technology institutes, and research and development institutes to financial institutions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply