শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা দক্ষিন কোরিয়া: দক্ষিন কোরিয়ার ভিসার জন্য আবেদন 2022 Higher Education South Korea: Apply for a South Korean Visa 2022

উচ্চশিক্ষা দক্ষিন কোরিয়া: দক্ষিন কোরিয়ার ভিসার জন্য আবেদন 2022 Higher Education South Korea: Apply for a South Korean Visa 2022. স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

 

‘ডিজিআইএসটি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্তীদের টিউশন ফি ও সামগ্রিক খরচ বহন করা হবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বছরে ১ কোটি ৫০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা। এছাড়াও পিএইচডিতে ২ কোটি ২০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা।

 

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পদার্থবিদ্যা এবং রসায়ন, বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান, রোবোটিক্স এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শক্তি বিজ্ঞান এবং প্রকৌশল, মস্তিষ্ক বিজ্ঞান এবং জীববিজ্ঞানসহ বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন।

 

স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে। পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলাফল অর্জন করতে হবে। ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। স্ট্যাটমেন্ট অব পারপাজ (এসওপি) দিতে হবে। দুইটি রিকমেন্ডেশন লেটার একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করতে হবে।

আবেদনের যোগ্যতাঃ

১.যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

২.মাস্টার্সে আবেদন করার জন্য শিক্ষার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৩.পিএইচডিতে আবেদনের জন্য মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪.কোরিয়ান নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।

৫.ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। যেমন: আইএলটিএস ৬.৫, টোফেল ৮৩, টোইআইসি ৭২০ ও টিইপিএস ৫৯৯

 

সুযোগ-সুবিধাঃ

টিউশন ফি মওকুফ।

মাস্টার্সের জন্য মাসিক হাতখরচ – ৩৫০,০০০ কোরিয়ান ওন।

পিএইচডির জন্য মাসিক হাতখরচ – ৪০০,০০০ কোরিয়ান ওন।

মেডিকেল ইনস্যুরেন্স।

রিসার্চ অ্যাসাইনমেন্টের জন্য বাড়তি আর্থিক সহায়তা।

আবেদন প্রক্রিয়াঃ

কাইস্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ  https://admission.kaist.ac.kr/intl-graduate/notice/

আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২২

Higher Education South Korea: Apply for a South Korean Visa 2022 Higher Education South Korea: Apply for a South Korean Visa 2022. South Korea’s Daegu Gyangbuk Institute of Science and Technology (DGIST) is offering a similar scholarship for post-graduate and Ph.D. International students of any country, including Bangladesh, can apply for this scholarship.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply