শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা আয়ারল্যান্ড: আয়ারল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Ireland: Apply for a Visa to Ireland 2022

উচ্চশিক্ষা আয়ারল্যান্ড: আয়ারল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Ireland: Apply for a Visa to Ireland 2022. আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডে তুলনামূলক খরচ কম হওয়ায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে আয়ারল্যান্ডের অবস্থান। তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যােন্ড সরকার। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

 

‘আয়ারল্যান্ড গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের টিউশন ফি ছাড়াই স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। এছাড়াও বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। আয়ারল্যান্ড সরকারের অর্থায়নে শিক্ষার্থীরা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।অনলাইনে আবেদন করা যাবে।

 

যোগ্যতার মানদণ্ড: স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে। পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে। উচ্চতর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকতে হবে। ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। সুযোগ-সুবিধাসমূহ: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা। ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। গবেষণা ব্যয়সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। প্রয়োজনীয় নথি: জীবন বৃত্তান্ত (সিভি)। একাডেমিক ট্রান্সক্রিপ্ট। রিকমেন্ডেশন লেটার। মোটিভেশন লেটার।

 

Higher Education Ireland: Apply for a Visa in Ireland 2022 Higher Education Ireland: Apply for a Visa to Ireland 2022. Ireland is ranked on the top list of student preferences worldwide due to international quality education and the relatively low cost in Ireland among European countries. Similarly, the Government of Ireland is giving a scholarship. All international students, including Bangladesh, can apply for this scholarship.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply