শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা নেদারল্যান্ড: নেদারল্যান্ডসে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Netherlands: Applying for a Visa in the Netherlands 2022

উচ্চশিক্ষা নেদারল্যান্ড: নেদারল্যান্ডসে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Netherlands: Applying for a Visa in the Netherlands 2022. ফুল-ফ্রিতে স্নাতকোত্তর এবং বিভিন্ন শর্ট কোর্সে অধ্যায়নের সুযোগ দিচ্ছে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি) স্কলারশিপ । বাংলাদেশসহ বিশ্বের আরো ৪০টি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

 

স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদারল্যান্ডস’র  শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। এছাড়া স্কলারশিপটি এক হাজারেরও বেশি কোর্স অফার করে। স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়কাল সাধারণত ১২ মাস হয় এবং অনলাইন কোর্সের বিভিন্ন সময়কাল থাকে।  যেমন ২ মাস, ৬ মাস আবার ১২ মাসও হতে পারে।

 

যোগ্যতা সমূহ: ওকেপি দ্বারা নির্ধারিত দেশের হতে হবে। বৈধ পরিচয়পত্র থাকতে হবে। বিগত ডিগ্রিগুলোর একাডেমিক ফলাফল ভালো হতে হবে। সহ-শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।

 

সুযোগ-সুবিধা: সম্পূর্ণ  টিউশন ফি প্রদান করবে। ভিসা খরচ। ভ্রমণ খরচ। স্বাস্থ্য বীমা। আবেদন প্রক্রিয়া: আবেদন করার আগে অনলাইনের মধ্যমে ওকেপি যোগ্যতাসমূহ পূরণ আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে এবং  ওকেপি’র তালিকা থেকে কোর্স নির্ধারণ করে নিতে হবে। কোর্সের তালিকা দেখুন লিংকে (https://www.studyinnl.org/dutch-education/studies?scholarship=Orange+Knowledge+Programma+%28OKP%29)

 

আবেদন করতে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (https://www.studyinnl.org/finances/orange-knowledge-programme#countries)

 

Higher Education Netherlands: Apply for a visa in the Netherlands 2022 Higher Education Netherlands: Applying for a Visa in the Netherlands 2022. The Orange Knowledge Program (OKP) scholarship offers the opportunity to study in full-free postgraduate and various short courses. Students from 40 other countries of the world, including Bangladesh, can apply for this scholarship.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply