শিক্ষা খবর

উঠে যাচ্ছে প্রচলিত পরীক্ষা পদ্ধতি , শিক্ষার্থীদের মূল্যায়ন হবে তিনভাবে (ধারাবাহিক, সামষ্টিক, স্বমূল্যায়ন)

উঠে যাচ্ছে প্রচলিত পরীক্ষা পদ্ধতি , শিক্ষার্থীদের মূল্যায়ন হবে তিনভাবে (ধারাবাহিক, সামষ্টিক, স্বমূল্যায়ন) প্রচলিত রোল নাম্বার পদ্ধতি থাকবে না, সবার জন্য শুধু ক্রমিক নাম্বার থাকবে । ক্লাস সিক্সে যা থাকবে দশম পর্যন্ত তাই থাকবে।
প্রাক প্রাথমিক & প্রথম থেকে তৃতীয় শ্রেনী কোনো পরীক্ষা থাকবে না, ১০০% শিখনকালীন মূল্যায়ন হবে ।
চতুর্থ-পঞ্চম ৮টা করে বই থাকবে | তার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা ১০০% শিখনকালীন |
ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত সবার জন্য ১০টা বই (ক্লাস চেঞ্জ হবে, বইয়ের নাম চেঞ্জ হবে না) ।

ষষ্ঠ-সপ্তম-অস্টম শ্রেনী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতি ১০০% শিখনকালীন ।
নবম-দশম শ্রেনী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা ও শিল্পকলা ১০০% শিখনকালীন |
একাদশ-দ্বাদশ শ্রেনী আবশ্যিক বিষয়ে শিখনকালীন মূল্যায়ন ৩০% ও সামষ্টিক মূল্যায়ন ৭০% | প্রায়োগিক বিষয়ে ১০০% শিখনকালীন মূল্যায়ন ।
শিক্ষকদেরকে ক্লাসের পূর্বেই উপকরণ সংগ্রহ করতে হবে  ।
ছাত্ররা আগে অনুশীলন বই পড়বে, না পারলে অনুসন্ধান বই ব্যবহার করবে | শিক্ষকের কাছে থাকবে শিক্ষক সহায়িকা।
ডায়েরি মেন্টেইন বাধ্যতামূলক | ডায়েরি মেন্টেইনে নাম্বার আছে ।
প্রাইমারি, জেএসসি, এসএসসি তিনটি পাবলিক পরীক্ষার পরিবর্তে ১০ম, একাদশ, দ্বাদশ শ্রেনী শেষে মোট তিনটি পাবলিক পরীক্ষা ।
লেখক: মাহবুব অর রশিদ (সহকারী শিক্ষক জীববিজ্ঞান, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়)

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply