পরীক্ষা খবর

সোমবার থেকে শুরু হবে ‘ও’ লেভেল পরীক্ষা

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘ও’ লেভেল পরীক্ষার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। আগামী সোমবার থেকে শুরু হবে দেশে ইংরেজি মাধ্যম ‘ও’ লেভেল পরীক্ষা।

এদিকে, শুক্রবার থেকেই শুরু হয়েছে ‘এ’ লেভেল পরীক্ষা। ‘এ’ লেভেল ও ‘ও’ লেভেলের পরীক্ষা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। গত ২৩ সেপ্টেম্বর স্বাস্থ্য নির্দেশিকার শর্ত মেনে পরীক্ষা নেয়ার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। তারা বলে, সারা দেশের ৩৫টি কেন্দ্রে প্রতিদিন এক হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষা নেয়া যাবে না। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মধ্যে ছয় ফুট দূরত্ব থাকতে হবে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

এতে আরো বলা হয়, পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হলে তার দায়-দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই। গত ৩০ সেপ্টেম্বর করোনাভাইরাসের কারণে এবারের ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

গত ২৩ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, চলতি বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই), ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই), ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply