জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

৩ ফুট দূরত্ব বজায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু কাল

স্বাস্থ্যবিধি মেনে ৫ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ। কোভিড-১৯ মহামারীর কারণে স্থাগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্বাস্থাবিধি মেনে আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন- সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রুটিন প্রকাশ

স্থগিত পরীক্ষা সমূহের মধ্যে ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে। ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২ অক্টোবর, অনার্স  ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা ৯ সেপ্টেম্বর, অনার্স ১ম  বর্ষ (বিশেষ) পরীক্ষা ২২ সেপ্টেম্বর ও প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

এছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার সংশােধিত সময়সুচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশাবলী প্রকাশ করেছে। স্থগিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের লক্ষ্যে পরীক্ষার আসন বিন্যাসের ২ টি নমুনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘জেড’ আকারে অথবা ‘১ বেঞ্চ পর পর’ আসন বিন্যাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মাঝে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে জেড আকারে অথনা ১ আসন পর পর খালি রেখে আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া ওই বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের জারি করা সব স্বাস্থ্যবিধি অনুসরণ করার জোরাল নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply