জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষার রুটিন ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স মৌখিক ব্যবহারিক পরীক্ষা বিজ্ঞপ্তি ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা রুটিন সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০১৯। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষার সময়সূচী প্রকাশ।

জাতীয়  বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ২৬/০৮/২০১৯ তারিখ থেকে ১৯/০৯/২০১৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nubd.info/mf এ পাওয়া যাবে। বহিঃ পরীক্ষকের নাম ও ঠিকানা বিশ্ববিদ্যালয় হতে জানানাে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃ
পরীক্ষকের মাধ্যমে নিয়মানুযায়ী পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের জন্য অনুরােধ করা হলাে। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ ভাবে অনুরােধ করা হল।

আরো পড়ুন-২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচী 

২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক ব্যবহারিক পরীক্ষা রুটিন সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।  ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি।  ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণ প্রসঙ্গে।  ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষার কেন্দ্র তালিকা।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স মৌখিক ব্যবহারিক পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স মৌখিক ব্যবহারিক পরীক্ষা

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণ প্রসঙ্গে। ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব সকল বিষয়ের মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা।

পরীক্ষা গ্রহণ ও অন লাইনে নম্বর প্রেরণ সংক্রান্ত
নিয়মাবলী নিয়ে দেওয়া হলােঃ

০১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nubd.info/mf) কলেজের পরীক্ষার্থীদের তালিকা (হাজিরাপত্র) দেওয়া হবে। পরীক্ষার্থীদের তালিকা ডাউনলােড করে Print Out নিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

০২) মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণ করে Printed তালিকায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরীক্ষক কর্তৃক হাতে লিপিবদ্ধ করে প্রতি পৃষ্ঠায় নির্ধারিত স্থানে অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষক কর্তৃক স্বাক্ষর করে মূল ম্যানুয়েল কপি প্রস্তুত
করতে হবে। মূল ম্যানুয়েল কপি থেকে অন-লাইনে নম্বর এন্ট্রি করার পর প্রিন্ট কপি সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর নিমােক্তভাবে মূল ম্যানুয়েল কপি ও প্রিন্ট কপি প্রেরণ ও সংরক্ষণ করতে হবে-

• মূল ম্যানুয়েল কপি, এন্ট্রিকৃত নম্বরের প্রিন্ট কপি (এক কপি) এবং হাজিরাপত্র একটি খামে ভরে সীলগালা করে উপ- পরীক্ষা নিয়ন্ত্রক, মাস্টার্স শেষ পর্ব শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর হাতে হাতে বা ডাকযােগে প্রেরণ করতে হবে।

• মূল ম্যানুয়েল কপির ফটোকপি (এক কপি) এবং এন্ট্রিকৃত প্রিন্টকপির ফটোকপি (এক কপি) সীলগালা করে সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় প্রধান সংরক্ষণ করবেন।

• নম্বর এন্ট্রি করে প্রেরণের পর কোন ভুল-ভ্রান্তি পরিলক্ষিত হলে বা কারাে নম্বর ভূলে প্রেরণ না করা হলে তাৎক্ষণিক ফরওয়ার্ডিং-এর মাধ্যমে সংশােধনী নিঃস্বাক্ষরকারী বরাবরে জানাতে হবে। ফলাফল প্রকাশের পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর সংশােধন বা সংযােজনের কোন সুযােগ নাই।

০৩) উল্লেখ্য ফলাফল প্রকাশের পর মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষার অন-লাইনে এন্ট্রিকৃত নম্বরের কোন প্রকার সংশােধন ও সংযােজন কোনভাবেই গ্রহণ করা হবে না। নম্বর প্রেরণের পূর্বে নম্বরপত্র বার বার যাচাই করে নেওয়ার জন্য অনুরােধ করা হল। নম্বর এন্ট্রি দেয়ার সময় সতর্কতা অবলম্বনসহ কলেজের পাসওয়ার্ডের গােপনীয়তা রক্ষা করতে হবে। অন- লাইনে নম্বরসমূহ এন্ট্রি করার জন্য ওয়েব সাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং প্রয়ােজনে কলেজ কোড ও কলেজের নাম উল্লেখ পূর্বক ই-মেইলে (mf@nubd.info) যােগাযােগ করা যেতে পারে।

০৪) কোন কলেজের শিক্ষার্থী নিজ কলেজের পরিবর্তে অন্য কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে ঐ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ শেষে নম্বর ফর্দ সীলগালা করে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ বরাবরে প্রেরণ করতে হবে। অধ্যক্ষ মহােদয় তার পাস ওয়ার্ড ব্যবহার করে নম্বর অন-লাইনে প্রেরণ করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা ২৬/০৮/২০১৯ থেকে ১৯/০৯/২০১৯ পর্যন্ত নির্ধারিত তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নেওয়ার জন্য অনুরােধ করা হলাে। কোন কারণে বহিঃপরীক্ষক পরীক্ষা গ্রহণে অসম্মতি জানালে সংশ্লিষ্ট শাখায় যােগাযােগ করে নতুন বহিঃপরীক্ষকের নাম নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ব্যতিরেকে বহিঃপরীক্ষক নিয়ােগ করা যাবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group