পরীক্ষা খবরশিক্ষা খবর

আধুনিক চিরায়ত দর্শন: হিউম ও কান্ট প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪ বিভাগঃ দর্শন

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪
বিভাগঃ দর্শন
(আধুনিক চিরায়ত দর্শন: হিউম ও কান্ট: ২৩১৭০৩)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ
১। কান্টের বিচারবাদ কী? ১০০%
২। কান্টকে কেন অজ্ঞেয়বাদী বলা হয়? ১০০%
৩। সরল ও যৌগিক ধারণা ব্যাখ্যা কর। ১০০%
১। হিউমের প্রত্যক্ষণ মতবাদ কী? তিনি কীভাবে ইন্দ্রিয়জ ও ধারণার পার্থক্য করেন? ১০০%
৪। হিউমের ধারণায় অনুসঙ্গ নীতিগুলো ব্যাখ্যা কর। ১০০%
৫। হিউমের মতে কল্পনা ও বিশ্বাসের পার্থক্য লেখ। ১০০%
৬। কার্য-কারণ সম্পর্কে হিউমের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৭। কান্ট কীভাবে অধিবিদ্যার অসম্ভাব্যতা প্রমাণ করেন? ১০০%
৮। কান্টের মতে দেশ ও কালের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৯। হিউমকে কী একজন সংশয়বাদী বলা যায়? ১০০%
১০। অভিজ্ঞতাপূর্ণ সংশ্লেষণাত্মক অবধারণ বলতে কান্ট কি বুঝিয়েছেন? ১০০%
১১। কান্টের দর্শনে কোপার্নিকীয় বিপ্লব কি? ৯৯%
১২। পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ কি সম্ভব? ৯৯%

গ-বিভাগ
২। ‘আত্মা’ সম্পর্কে হিউমের মতবাদ আলোচনা কর। তার এ মতবাদ কী
সন্তোষজনক? ব্যাখ্যা কর। ১০০%
৩। ‘দ্রব্য’ সম্পর্কে হিউমের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৪। ‘বোধই প্রকৃতিকে গঠন করে’- কান্টের মতানুসারে ব্যাখ্যা করা। ১০০%
৫। কান্ট কীভাবে প্রমাণ করেন যে, দেশ ও কাল জ্ঞানের পূর্বঃসিদ্ধ আকার? ১০০%
৬। অধিবিদ্যা সম্পর্কে কান্টের মত ব্যাখ্যা কর। ১০০%
৭। কান্ট কীভাবে দেখালেন যে, গণিত ও পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পূর্বতঃসিদ্ধ
সংশ্লেষণাত্মক অবধারণ সম্ভব? ১০০%
৮। স্বাধীনতা অনিবার্যতা সম্পর্কে হিউমের অভিমত আলোচনা কর। ১০০%
৯। দেশ কাল বলতে কি বুঝ? দেশ কাল বিষয়গত না বিষয়ীগত? ১০০%
১০। বিমূর্ত সম্পর্কে হিউমের মতবাদ ব্যাখ্যা কর। ৯৯%
১১। আত্মা সম্পর্কে হিউমের মতবাদের একটি বিচারমূলক ব্যাখ্যা দওি
১২। কান্ট কিভাবে দেখান যে গণিত ও পদার্থবিদ্যায় পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক অবধারণ সম্ভব! ৯০%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কম নম্বরে ও কম সময়ে। চলতি বছরও এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। তবে গতবারের চেয়ে এবার দুটি পাবলিক পরীক্ষাতেই বিষয় বাড়ছে। এর মধ্যে এসএসসিতে তিনটি বিষয় বাদ যাচ্ছে। আর এইচএসসিতে বাদ যাচ্ছে একটি বিষয়। এ ছাড়া এবারও এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে কম নম্বরে ও কম সময়ে।

এসব প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন ‘আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটি’। গত রোববার কমিটির সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ‘নির্বাচনী পরীক্ষা (টেস্ট) না নেওয়ারও প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে পরীক্ষা শুরুর আগে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছে কমিটি। করোনা সংক্রমণের কারণে ঠিকমতো শ্রেণিকার্যক্রম না হওয়ার কারণেই মূলত এসব প্রস্তাব এসেছে।

একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাদে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। আর এইচএসসিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বাদে বাকি বিষয়গুলোর ওপর পরীক্ষা নিতে বলা হয়েছে। গত বছর এসএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান বিষয়ে ৫০ নম্বরের মধ্য পরীক্ষা হয়েছে। এ বছর বাংলা, ইংরেজী, গণিতসহ মোট ছয় বিষয়ে পরীক্ষা হবে। গ্রুপভিত্তিক বিষয়গুলো ৪৫ নম্বরের মধ্য হবে। এর মধ্যে সৃজনশীল থাকবে ৩০ নম্বরের (উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বরের।

তবে কোনো বিষয়ের প্রথম পত্র (যেমন- বাংলা, ইংরেজি) ৫৫ নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরের। দুই পত্র মিলে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। গত বছর ৫০ নম্বরের পরীক্ষার জন্য দেড় ঘন্টা থাকলেও এবার ৪৫ নম্বরের জন্য ৩০ মিনিট বাড়িয়ে ২ ঘন্টা সময় নির্ধারন করা হয়েছে। গত বছর মানবিক বিভাগে ইতিহাস, পৌরনীতি, ভূগোল এ তিনটি বিষয়ে ৪৫ নম্বরের মধ্য পরীক্ষা হলেও এবার তা ৫৫ নম্বরে হবে। এবং গ্রুপ ভিত্তিক বিষয়ের সাথে বাংলা, ইংরেজী, গণিত যোগ হবে। ৫৫ নাম্বারের মধ্যে সৃজনশীল থাকবে ৪০ নম্বরের (উত্তর দিতে হবে চারটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বরের। সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।

বাণিজ্য বিভাগেও এবার গ্রুপভিত্তিক তিন বিষয়সহ ছয় বিষয়ে একই নম্বরে, একই সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গতবছর এইচএসসিতেও সকল বিভাগে কেবল মাত্র গ্রুপভিত্তিক বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে ৩২ নম্বরের পরীক্ষার জন্য সময় ছিলো দেড় ঘণ্টা। চলতি বছর সেসব বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় দেয়া হবে। এর মধ্যে সৃজনশীল থাকবে ৩০ নম্বরের (উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বরের।এদিকে চলতি বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।

SSC and HSC exams will be held in less numbers and in less time. This year too, exams are not being held in all subjects in SSC and HSC. However, compared to last time, the subject is increasing in both the public examinations. Out of these, three subjects are missing in SSC. And there is one thing that is missing in HSC. Apart from this, SSC and hsc exams will also be held in less number and less time.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply