পরীক্ষা খবরশিক্ষা খবর

মেডিকেল ভর্তি পরীক্ষা পূর্ণ সিলেবাসে

মেডিকেল ভর্তি পরীক্ষা পূর্ণ সিলেবাসে। গত শুক্রবার (৪ মার্চ) রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’—এর উদ্বোধন শেষে তিনি বলেন, শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে নীতিমালাও তৈরি হয়ে গেছে। ফলে এটি সংশোধনের আর সুযোগ নেই। তাছাড়া নির্ধারিত তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা আছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি মেডিকেলের ২০২১-২২ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে মেডিকেল ভর্তি আবেদন শুরু হয়। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক। যোগ্যতায় যে উত্তীর্ণ হওয়ার সেই হবে, না হয় হবে না। এখানে আংশিক কিংবা পূর্ণ সিলেবাস বলে কিছু নাই। আগে থেকেই জানানো হয়েছে। ভর্তি কমিটি যা সিদ্ধান্ত দেবে, এটাই চূড়ান্ত। পুরো সিলেবাসে ২০২১-২২ সালের মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১ এপ্রিল সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

Medical admission test in full syllabus. After inaugurating the ‘Study in India Education Fair-2022’ at a private hotel in the capital Gulshan on Friday (March 4), he said that the students should have their admission test in the restructured (short) syllabus in which they have taken the HSC and equivalent examinations.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply