পরীক্ষা খবরশিক্ষক নিবন্ধন

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুরু। এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রশ্নপত্র তৈরির নিয়ে বিজি প্রেসের সাথে সভা করবে এনটিআরসিএ। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকাসহ দেশের ৮টি বিভাগের ২৪টি জেলা শহরে আজ ও আগামীকাল শনিবার দু’দিন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানায়, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা শুক্রবার সকাল ১০টা হতে ১১টা এবং কলেজ পর্যায়ের পরীক্ষা শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত ৮টি বিভাগের ২৪টি জেলা শহরে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা শেষে ২৪টি জেলা হতে আগত OMR উত্তরপত্র ও অন্যান্য মালামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কম্পিউটার কেন্দ্র, ১২/এ, ধানমন্ডি, ঢাকাতে গ্রহণ করা হবে।

 

ওই সূত্র আরও জানায়, পরীক্ষা আয়োজনের অন্যতম বাধা ছিল জায়গা সংকট। তবে বোরাক টাওয়ারের ৬ষ্ঠ তলায় নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য রুম বরাদ্দ পেয়েছে এনটিআরসিএ। তবে সেটি এখনো চূড়ান্ত করেনি। এই অফিস বরাদ্দের পর কার্যক্রম শুরু হবে। অফিস ডেকোরেশনের জন্য কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

 

প্রায় তিন বছর ধরে আটকে থাকা ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রিলি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

 

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বছরেই প্রিলি ও লিখিত পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পরীক্ষা আয়োজন করতে পারেনি প্রতিষ্ঠানটি। এই অবস্থায় চরম হতাশ হয়ে পড়েছেন শিক্ষক নিবন্ধনের আবেদন করা প্রায় ১২ লাখ চাকরি প্রার্থী।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২৩ ও ২৪ ডিসেম্বর- NTRCA

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, আমরা নভেম্বর মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম। তবে নানা কারণে সেটি সম্ভব হচ্ছে না। নতুন করে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরও বলেন, প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আমাদের যে সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাচ্ছে। আমরা জায়গা বরাদ্দ পেয়েছি। আশা করছি খুব শিগগিরই সিস্টেম এনালিস্ট নিয়োগ দিতে পারবো। এরপর দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

 

The preliminary examination of the 17th teacher registration will begin in December. According to ntrca sources, ntrca will hold a meeting with BG Press on August 25 to prepare the question paper as a preparation for the preliminary examination of the 17th teacher registration. Then on August 30, a meeting will be held on the appointment of system analysts. After these two meetings, the date of the preliminary examination may be decided.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply