ক্যারিয়ারপরীক্ষা খবর

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ -প্রাথমিক বিদ্যালয়ের ভাইভা পরীক্ষার তারিখ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষার রুটিন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০১৯। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০২৪ | পিডিএফ ফাইল রেজাল্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।  এক বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

আরো পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২০

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার জন্য  প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে ডিপিইতে জমা দিতে হবে।

প্রথম ধাপে তিন বিভাগের ১৮টি জেলার প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে চারটি জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়।

পৃথক এসব বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মৌখক পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রংপুর জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭-৩০ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়াও বরগুনা জেলায় ২১-২৮ জানুয়ারি এবং নীলফামারীর বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১-২৭ জানুয়ারি পর্যন্ত।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০২২ | পিডিএফ ফাইল রেজাল্ট 2022

প্রাথমিক বিদ্যালয়ের ১ম ধাপের ভাইভা ১২ই জুন থেকে শুরু হবে।

Dpe result pdf download link:  DPE- Primary final result 2018.pdf

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী ৬ অক্টোবর রবিবার থেকে মৌখিক পরীক্ষা শুরু করার কথা ভাবা হচ্ছে । প্রতিমন্ত্রী ও সচিব সম্মতি দিলে ৬ অক্টোবর থেকে জেলা পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ তে উত্তীর্ণ প্রার্থীগণকে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখের মধ্যে নিম্নলিখিত ডকুমেন্টগুলোর সত্যায়িত কপি নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে সরাসরি জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে।

৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হবে। ০৬ অক্টোবর থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। অক্টোবরের মধ্যেই দেশের ৬১টি জেলার মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর ফলাফল জেলা পর্যায় থেকে ডিপিইতে পাঠানো হবে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল আগামী নভেম্বর মাসের মধ্যে প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ঢাকা জেলার মৌখিক পরীক্ষার রুটিন ২০২৪

আরো পড়ুন – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

যেসব ডকুমেন্টস জমা দিতে হবে

• প্রার্থীর অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি।
( পি.পি সাইজ)
• অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি।
• লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
• নাগরিকত্ব (জাতীয়তা) সনদপত্র।
• শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র।
• মুক্তিযোদ্ধা সনদপত্র ( প্রযোজ্য ক্ষেত্রে)
• মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
• পোষ্য কোটা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটা ও উপজাতি কোটাসহ অন্যান্য কোটার সনদপত্র। ( প্রযোজ্য ক্ষেত্রে)

বিশেষ নির্দেশনা

• ডকুমেন্টগুলো কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড (বিসিএস) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।
• ডকুমেন্টগুলোর সত্যায়িত কপি জমাদানের সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ডকুমেন্টগুলোর মূলকপি দেখাতে হবে।
• ভাইবা বোর্ডে উল্লেখিত ডকুমেন্টগুলোর মূলকপির সাথে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহকৃত প্রাপ্তি স্বীকারপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।
• ডকুমেন্টস নির্ধারিত সময়ে জমা দিতে ব্যর্থ হলে কোনোভাবেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
• এছাড়াও যেকোনো ধরণের পরামর্শ ও তথ্য সংগ্রেহর জন্য নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group