ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে ১২ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত
ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ নভেম্বরের অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এ সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে এ সিধান্ত নেওয়া হয়েছে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ২০১৯
সংশোধিত সময়সূচি অনুযায়ী ০৯ নভেম্বরের স্থগিত জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির গণিত বিষয়ের পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা ১৪ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও স্থগিত জেএসসির ১১ নভেম্বরের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৩ নভেম্বর সকাল ১০ টায় অনুুুষ্ঠিত হবে।
এছাড়াও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসির ১২ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসির ৯ নভেম্বর শনিবারের স্থগিত করা গণিত পরীক্ষাটি ১৪ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বরের জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার সংশোধিত সময়সূচি ডাউনলোড