পরীক্ষা খবরপরীক্ষার রুটিন

২০২২ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সংশোধিত সময়সূচি ডাউনলোড করুন এখানে

জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার রুটিন ২০২২। জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার রুটিন 2022 । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর অধীনে ২০২১ সালের জেএসসি পরীক্ষার রুটিন। মাদ্রাসা শিক্ষাবোর্ডর জেডিসি পরীক্ষার রুটিন। জেএসসি ও জেডিসি পরীক্ষার রুটিন পিডিএফ ডাউনলোড। জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি ২০২০।

১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। এদিকে গত সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডও দাখিল অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

প্রকাশিত সূচি অনুযায়ী, ১ নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে কোন শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

গতবারের মত এবারও জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। এই তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

জেএসসি সময়সূচি

১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৪ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৫ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য); ১৪ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা; ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

জেডিসি সময়সূচি

১ নভেম্বর কুরআন মজিদ ও তাজবিদ, ৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ৪ নভেম্বর দ্বিতীয়পত্র। ৫ নভেম্বর আকাইদ ও ফিকাহ, ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, একই দিন সকাল ও বিকালে অনিয়মতি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে, ১১ নভেম্বর বাংলা প্রথমপত্র, একই দিন সকালে ও বিকালে অনিয়মিত পরীক্ষার্থীদের যথাক্রমে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ১২ নভেম্বর সকালে বিজ্ঞান। ১৩ নভেম্বর সকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। একই দিন বিকালে অনিয়মিত পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

JSC জেএসসি ও JDC জেডিসি পরীক্ষার ফলাফল দেখুন এখানে

ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে ৯, ১১ ও ১২ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত 

ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে ০৯, ১১ ও ১২ নভেম্বরের অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

০৯ নভেম্বরের স্থগিত জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর সকাল ১০ টায়। স্থগিত জেএসসির ১১ নভেম্বরের পরীক্ষা ১৩ নভেম্বর সকাল ১০ টায় অনুুুষ্ঠিত হবে।

এছাড়াও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসির ১২ নভেম্বর শনিবারের স্থগিত করা পরীক্ষাটি ১৫ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জেডিসির ৯ নভেম্বর শনিবারের স্থগিত করা পরীক্ষাটি ১৪ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বরের জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জেএসসি ও জেডিসি পরীক্ষার সংশোধিত সময়সূচি ২০১৯

 

জুনিয়র স্কুল  সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার রুটিন ২০১৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার রুটিন প্রকাশ।  ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ড।  ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি দেখুন এখানে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে ৷ প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০২ নভেম্বর হতে ৷ ২০১৯ সালের জেএসসি পরীক্ষা শেষ হবে ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে ১৩ নভেম্বর। পরীক্ষা প্রতিদিন সকাল ১০ টা হতে শুরু হবে।

আপডেট জেএসসি ও জেডিসি পরিক্ষার রুটিন ২০১৯

পরিক্ষা শুরুর তারিখঃ ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা ০২/১১/২০১৯ তারিখে শুরু হবে।

পরিক্ষা প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর জেএসসি পরীক্ষার রুটিন ২০১৯
জেএসসি ও জেডিসি পরীক্ষার রুটিন

জেএসসি পরীক্ষার রুটিন ২০১৯ ডাউনলোড করুন এই লিংকে

মাদ্রাসা শিক্ষাবোর্ডর জেডিসি পরীক্ষার রুটিন ২০২১

জেডিসি পরীক্ষার রুটিন ২০১৯ ডাউনলোড করুন এই লিংকে

বিশেষ নির্দেশাবলি :

• পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

• প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

• সৃজনশীল ও বহুনির্বাচনি পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।

• শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। পরীক্ষার্থীর রােলনম্বর পাওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্র পরীক্ষা চলাকালীন বাের্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে প্রেরণ করবে।

• পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে সংগ্রহ করবে।

• পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

•পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ে স্বাক্ষরলিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।

• প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

• পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

• কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে পারবে না।

জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার রুটিন ২০১৯। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর জেএসসি পরীক্ষার রুটিন ও মাদ্রাসা শিক্ষাবোর্ডর জেডিসি পরীক্ষার রুটিন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group