পরীক্ষার ফরম পূরণশিক্ষা নিউজ

২০২১ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি

করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানাে কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সর্টিফিকেট (জেডিসি) পরীক্ষার শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।

২০২১ সালের জেডিসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বাের্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য আগামী ১১/১২/২০২১ থেকে ২০/১২/২০২১ তারিখের মধ্যে অষ্টম শ্রেনির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার উত্তীর্ণ সনদ প্রদানের লক্ষ্যে online এ ফরম পুরণের নিয়মাবলী নিয়ে উল্লেখ করা হলাে

২০২১ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি

• online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সম্বলিত শিক্ষা বাের্ডের ওয়েবসাইট-এ ০৭/১২/২০২১ তারিখে দেয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ১১/১২/২০২১ থেকে ২০/১২/২০২১ তারিখের মধ্যে online এ নিম্ন বর্ণিত প্রক্রিয়ায় ফরম পুরণ (eFF) সম্পন্ন করতে হবে।

• প্রতিষ্ঠানসমূহকে মাদ্রাসা বাের্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে eFF এ ক্লিক করে EIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং print করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থী Select করতে হবে।

• উক্ত হার্ড কপি Probable list এ টিক চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable list থেকে Select করতে হবে।

• Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়ােজন হলে Select/Unselect করা যাবে।

• Final Candidate List Print করে প্রতি পৃষ্ঠায় মাদ্রাসা প্রধান স্বাক্ষর করবেন।

• Final submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পুরণ সম্পূর্ন হবে না।

• Final submit সম্পূর্ণ না হলে উত্তীর্ণ সনদ দেয়া হবে না।

• ফরম পূরণ করতে কোন ‘ফি’ প্রয়ােজন হবে না।

• ফরম পুরণে ব্যর্থ শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে অর্থ্যাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিষ্ট্রেশন করার সুযােগ পাবে না।

• একই নামে প্রতিষ্ঠানে একাধিক শিক্ষার্থী থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীর ফরম পুরণের ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন নম্বর, পিতা-মাতার নাম প্রভৃতি নিশ্চিত হয়ে নির্ভুলভাবে শিক্ষার্থী নির্নয় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানকে তার দায় দায়িত্ব বহন করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply