সাধারন এবং অন্যান্য

এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেয় How to take Emergency Balance in Airtel

এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেয় How to take Emergency Balance in Airtel জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিগ্রী (পাস, অনার্স) এবং মাস্টার্স সহ সকল অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে অনলাইন এসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা গ্রহন করে শিক্ষার্থীদের প্রমোশন / কোর্স সম্পন্ন করার সুযোগ দানে বিনীত অনুরোধ করছি।

এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেয় How to take Emergency Balance in Airtel

এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স *১৪১# *৮# অথবা ডায়াল করে ইমার্জেন্সি ব্যালান্স, ইন্টারনেট ডেটা আর মিনিট লোন নিতে পারবেন ।

স্মার্ট ছেলেদের পিক ২০২৪ HD পাঞ্জাবি পরে ছেলেদের ছবি তোলার স্টাইল Download

কেননা, একজন শিক্ষার্থী তার ভবিষ্যতের রূপ দিতে চায় স্নাতক শেষ করার পর। ভবিষ্যৎ সুখময় করার জন্য চাকরি নামক যুদ্ধে নেমে যায়। কিন্তু স্নাতক/স্নাতকোত্তর শেষ করেই যদি তার বয়স চলে যায় বিপদসীমার কাছাকাছি অর্থাৎ ৩০ এর কাছাকাছি, তখন তার কি বা করারই থাকে? না পারে কয়েকটি আবেদন করতে, না পারে কোনকিছু [যেহেতু সরকারি চাকরির বয়সের সময়সীমা ৩০ বছর নির্ধারিত ]

এছাড়া, বর্তমানে জাবির শিক্ষার্থীরা একই বর্ষে ২/৩ বছর করে আছে।
যেমনঃ-২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনির শিক্ষার্থীরা ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ চার শিক্ষাবর্ষ এবং  পরীক্ষা ২০২০ এর মাধ্যমে অনার্স সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারনে তা সম্ভব হয়নি। বর্তমানে ২০২১ সাল চলছে। ২০১৬-২০২১ সাল পর্যন্ত প্রায় ছয় বছর চলছে এখনো কোর্স শেষের কোন খবর নেই। তারা ২০১৯-২০ শিক্ষাবর্ষে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়।

এর মানে তাদের চতুর্থ বর্ষে অধ্যয়নের সময়কাল দাঁড়ালো (২০১৯,২০২০,২০২১) প্রায় তিন বছর, আর কত কাল থাকবে তারা চতুর্থ বর্ষে,? নাকি শুধু চতুর্থ বর্ষে চার বছরের কোর্স করে অনার্স শেষ করতে হবে? জাবির শিক্ষার্থীরা মুক্তি চায়।

লিখেছেন- মোহাম্মদ আব্দুল কালাম
দক্ষিণ সুরমা সরকারী কলেজ, সিলেট
সমাজ বিজ্ঞান বিভাগ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেয় How to take Emergency Balance in Airtel

  • Bristi Biswas

    প্লিজ আমাদের এই সেশন জটের থেকে মুক্ত করুন। আমদের age ar ছেলে মেয়ে বুজসে যে আসলে তারা কিসের মধ্যে দিয়ে দিন গুলো অতিবাহিত করছে। আমাদের দিকে একটু সহানুভূতি দৃষ্টি তে তাকান

    Reply

Leave a Reply