সাধারন এবং অন্যান্য

ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখবেন যেভাবে

সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  ইউটিউব। বিশ্বের কোটি কোটি মানুষ ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব  ব্যবহার করেন। তবে বিজ্ঞাপনের জন্য একটানা ভিডিও দেখা মুসকিলই বটে।যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণার কারণ হয়ে দাড়ায় হরহামেশাই। তবে খুব সহজেই ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে-

 

সবার প্রথমে ইউটিউবে যান।

যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।

এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch, তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch?v এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।

 

এখানে মূলত ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়।

 

এর ফলে কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না। মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে।

How to watch videos without ads on YouTube.YouTube is one of the most popular video-sharing platforms in the world. Billions of people around the world use the video-sharing app YouTube. However, it is difficult to watch continuous videos for advertising. Which is very annoying and painful. However, you can easily watch videos without advertising on YouTube.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply